WB Panchayat Election 2023: ভোটের লড়াইয়ে আনিস খানের দাদা! কোন দলের হয়ে? প্রচারে তুমুল ব্যস্ত আনিসের বাবাও
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের ময়দানে আনিস খানের দাদা, প্রচারে দেয়াল লিখতে ব্যস্ত আনিসের বাবা সালেম খান, শাসকের বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী আনিসের দাদা সামসুদ্দিন খান
হাওড়া: পঞ্চায়েত ভোটের ময়দানে আনিস খানের দাদা, প্রচারে দেয়াল লিখতে ব্যস্ত আনিসের বাবা সালেম খান। পঞ্চায়েত ভোটে সিপিআইএম প্রার্থী আনিসের দাদা সামসুদ্দিন খান। ছেলের প্রচারে দেয়াল লিখতে ব্যস্ত আনিসের বাবা সালেম খান। পরিকল্পিত ভাবে আনিসকে খুন করা হয়েছে শুরু থেকে এই অভিযোগ আনিসের পরিবারের। সেই অভিযোগের তীর শাসক দল এবং পুলিশের দিকে। এরই প্রতিবাদ জানিয়ে শুরু থেকেই বামপন্থীদের পথে নামতে দেখা গেছে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও প্রতিবাদ নামে এই অন্যায়ের বিরুদ্ধে।
ছাত্রনেতা আনিস খানের এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে জেলার পাশাপাশি রাজ্য জুড়ে উত্তাপ ছড়িয়ে পড়েছিল। এই প্রতিবাদ কর্মসূচি স্তব্ধ করতে পরবর্তী সময়ে আনিস খানের পরিবারের উপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে।
advertisement
advertisement
এবার পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে আনিসের পরিবার। সিপিআইএম দলের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন আনিস খান এর দাদা সামসুদ্দিন খান। অন্যদিকে গ্রাম সংসদ প্রার্থী আনিসের মামাত ভাই সাবির হোসেন। এই দুই প্রার্থীর প্রচারে দেয়াল লিখতে দেখা গেল আনিসের বাবা সালেম খানকে।
এই প্রসঙ্গে সালেম খান জানান যে, দল তাঁকে প্রার্থী করতে চেয়েছিল। তিনি নিজে প্রার্থী না হয়ে, আনিসের মামাত ভাই সাবির হোসেনকে গ্রাম সংসদে এবং আনিসের দাদা সামসুদ্দিন খানকে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী করে। তাঁদের সমর্থনে প্রচার শুরু করেছেন দেওয়াল লেখার মধ্য দিয়ে।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 3:04 PM IST