Sanjiv Goenka Lucknow franchise : লখনউয়ের মালিকানা নিয়ে আইপিএলে ফিরতে পেরে খুশি সঞ্জীব গোয়েঙ্কা

Last Updated:

Sanjiv Goenka delighted to be back in IPL with Lucknow franchise with record bid . লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে আইপিএলের পুরনো সংসারে ফিরতে পেরে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন তিনি খুশি। কিন্তু শক্তিশালী দল তৈরি করে ভাল পারফর্ম করা আসল লক্ষ্য

লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে নতুন স্বপ্ন সঞ্জীবের
লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে নতুন স্বপ্ন সঞ্জীবের
তাই পুরনো সংসারে ফিরতে পেরে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন তিনি খুশি। কিন্তু শক্তিশালী দল তৈরি করে ভাল পারফর্ম করা আসল লক্ষ্য। এমনিতেই দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট আইএসএল এ এটিকে মোহনবাগানের আশি শতাংশ মালিকানা রয়েছে তার সংস্থার হাতে। গত মরশুমে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা। এবারও শক্তিশালী দল সবুজ মেরুন। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আবার ক্রিকেটে ফিরতে পারা, কলকাতার ব্যবসায়ীর কাছে বড় পাওনা।
advertisement
advertisement
তিনি প্রায় ৭০০০ কোটি টাকার দর হেঁকেছেন৷ আইপিএল (IPL) হাই প্রোফাইল বিডাররা (IPL Team Auction 2022) নিজেদের ভাগ্যপরীক্ষার জন্য বিডিং জমা দিয়েছেন৷ এই তালিকায় রয়েছে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আদানি গ্রুপ৷ টোরেন্ট ফার্মাসিউটিক্যালস, হিন্দুস্তান মিডিয়া ভেঞ্চুরস প্রাইভেট লিমিটেড, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, কাপরি গ্লোবাল এবং সিঙ্গাপুর ভিত্তিক ইরেলিয়া কোম্পানি পিটিই লিমিটেড৷
advertisement
একসময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুক্ত রিতি স্পোর্টসও দুটি নতুন আইপিএল দলের জন্য বিড করেছে৷ বিসিসিআই (BCCI) টেন্ডার ডাকা -র টাইমলাইন দুবার ধরে সময় বাড়িয়েছে৷ ২০ অক্টোবর অবধি শেষবার ডেডলাইন বাড়ানো হয়েছে৷ এটা করা হয়েছে শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড যাতে বিড জমা দিতে পারে৷ রিপোর্ট অনুসারে বিসিসিআই (BCCI) আশা করছে দুটি নতুন আইপিএল ফ্রাঞ্চাইজি থেকে ৭ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা করে৷
advertisement
২২ টি কোম্পানি ১০ লক্ষ টাকা দিয়ে টেন্ডার পেপার তুললেও মাত্র ১০ টি পার্টি বিড জমা দিয়েছে৷নতুন দলগুলির জন্য মিনিমাম ২০০০ কোটি টাকা৷ তবে সঞ্জীব গোয়েঙ্কা যখন মালিকানা নিয়েছেন, লখনউ ফ্র্যাঞ্চাইজি ভাল দল বানাবে তাতে সন্দেহ নেই।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
Sanjiv Goenka Lucknow franchise : লখনউয়ের মালিকানা নিয়ে আইপিএলে ফিরতে পেরে খুশি সঞ্জীব গোয়েঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement