#নয়াদিল্লি: পিছিয়ে যেতে পারে আইপিএল ফাইনাল। 8 নভেম্বরের বদলে 10 নভেম্বর আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হতে পারে। যদিও আইপিএলের কোন সূচি এখনও সরকারি ভাবে প্রকাশ করেনি বিসিসিআই। তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিজেই জানিয়েছিলেন, 19 সেপ্টেম্বর থেকে 8 নভেম্বর পর্যন্ত আইপিএল আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে বৃহস্পতিবার বোর্ড সূত্রে খবর, 51 দিনের বদলে 53 দিন টুর্নামেন্ট হতে পারে। দুদিন পিছিয়ে 10ই নভেম্বর ফাইনাল আয়োজিত করতে চাইছেন কর্তারা। যদি আইপিএল ফাইনাল 10 নভেম্বর হয় সে ক্ষেত্রে নিজেদের দীর্ঘদিনের প্রথা ভাঙবে বিসিসিআই। কারণ এর আগে 12টি আইপিএলের প্রত্যেকটি ফাইনাল রবিবার আয়োজিত হয়েছে। 8 নভেম্বর ফাইনাল হলে সেটিও রবিবারই হতো। তবে দুদিন ফাইনাল পিছিয়ে গেলে সেটি মঙ্গলবার আয়োজিত হবে। তবে চূড়ান্ত সূচি নিয়ে আলোচনা হবে গভর্নিং কাউন্সিলের বৈঠকে। তারপরই সরকারি ভাবে প্রকাশ পাবে আইপিএলের সূচি।টিভি সম্প্রচারকারী সংস্থার চাপেই ফাইনাল দুদিন পিছিয়ে দেওয়া হতে পারে বলেই মনে করছে বোর্ডের একাংশ। কারণ টিভি সম্প্রচারকারী সংস্থার তরফে দিওয়ালির সপ্তাহ পর্যন্ত আইপিএল নিয়ে যাওয়ার প্রস্তাব ছিল বিসিসিআইয়ের কাছে। দিওয়ালির দিন ফাইনাল করতে চাইছিলেন তারা। তবে অস্ট্রেলিয়া সফর এবং সেখানকার কোয়ারেন্টাইনের নিয়ম মাথায় রেখে বোর্ড কোনভাবেই টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে দিতে নারাজ। টিভি সম্প্রচারকারী সংস্থাও নিজেদের দাবি থেকে সরে আসতে অনড়। তাই বোর্ড সমাধান সূত্র হিসেবে দিওয়ালি সপ্তাহের প্রথমদিকে ফাইনাল নিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে সব দিকই রক্ষা করা সম্ভব হবে। টিভি সম্প্রচারকারী সংস্থাও টিআরপি এবং বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে কিছুটা লাভবান হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL