মাত্র ১২ বছর বয়সেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কামাল অর্জুনের, ভাইরাল ভিডিও

Last Updated:

অর্জুন তেন্ডুলকর মাত্র ১২ বছরেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কী করছেন, দেখেছেন কি?

#নয়াদিল্লি : অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম মরশুমে (IPL 2021) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) -এ যোগ দিয়েছেন৷ এটা অর্জুনের আইপিএলের প্রথম মরশুম৷ বাঁ হাতি  নিজের নির্দিষ্ট আইসোলেশন পিরিয়ড পেরিয়ে এসেছেন৷ এবং এখন তিনি দলের নিয়মিত অনুশীলনের অংশ৷ অর্জুন গত কয়েক মরশুম ধরে মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার৷ আইপিএল ২০২০ তে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিলেন৷ সেখানেও তিনি নিয়মিত নেট বোলার ছিলেন৷ আর এই পরিশ্রমের ফসল পেলেন এই বছর নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স৷
আইপিএল ২০২১ -র নিলামের দিন মনে হচ্ছিল অর্জুন তেন্ডুলকরকে কেউ কিনবে না৷ কিন্তু সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে দিনের শেষ ক্রয় ছিলেন৷ অর্জুন তেন্ডুলকর তাঁর বাবার দল মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য হলেন৷
advertisement
advertisement
ছোটবেলায় অর্জুন তেন্ডুলকর ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেতেন৷ তাঁর ছোটবেলার একটা ছবি সম্প্রতি ভাইরাল হয়৷ যেখানে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে ছিলেন৷ এই ছবি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ২০১১ -র৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল সেবার বিশ্বকাপ জিতেছিল এই ওয়াংখেড়েতেই৷ ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য ছিলেন সচিন তেন্ডুলকর৷ আর তাই ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের অংশ হয়েছিলেন অর্জুন তেন্ডুলকর৷ তাঁর একটা নয়া ভিডিও ভাইরাল হল৷ সেই ভিডিওটিও ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিতরের৷
advertisement
এই ভিডিওতে অর্জুন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে একটি বোলিং মেশিনের সামনে ব্যাট করছেন৷ এই ভিডিওটি তাঁর ১২ বছর বয়সের৷ অর্জুন একজন অলরাউন্ডার ছিলেন৷ বোলিং মেশিনে ব্যাট করা অনুশীলন করছেন তিনি৷
আইপিএল ২০২১ -এ এই বাঁ হাতি -র এটা অভিষেক মরশুম৷ মুম্বইয়ের পেস অ্যাটাকে এই মুহূর্তে রয়েছে জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, ধবল কুলকার্নি, অলরাউন্ডার কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া রয়েছে৷ সিনিয়র ক্রিকেটারদের যখন আরাম দেওয়া হবে তখনই বিকল্প বোলার হিসেবে অর্জুন সুযোগ পেতে পারবেন৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
মাত্র ১২ বছর বয়সেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কামাল অর্জুনের, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement