#নয়াদিল্লি : অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম মরশুমে (IPL 2021) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) -এ যোগ দিয়েছেন৷ এটা অর্জুনের আইপিএলের প্রথম মরশুম৷ বাঁ হাতি নিজের নির্দিষ্ট আইসোলেশন পিরিয়ড পেরিয়ে এসেছেন৷ এবং এখন তিনি দলের নিয়মিত অনুশীলনের অংশ৷ অর্জুন গত কয়েক মরশুম ধরে মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার৷ আইপিএল ২০২০ তে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিলেন৷ সেখানেও তিনি নিয়মিত নেট বোলার ছিলেন৷ আর এই পরিশ্রমের ফসল পেলেন এই বছর নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স৷
আইপিএল ২০২১ -র নিলামের দিন মনে হচ্ছিল অর্জুন তেন্ডুলকরকে কেউ কিনবে না৷ কিন্তু সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে দিনের শেষ ক্রয় ছিলেন৷ অর্জুন তেন্ডুলকর তাঁর বাবার দল মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য হলেন৷
ছোটবেলায় অর্জুন তেন্ডুলকর ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেতেন৷ তাঁর ছোটবেলার একটা ছবি সম্প্রতি ভাইরাল হয়৷ যেখানে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে ছিলেন৷ এই ছবি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ২০১১ -র৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল সেবার বিশ্বকাপ জিতেছিল এই ওয়াংখেড়েতেই৷ ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য ছিলেন সচিন তেন্ডুলকর৷ আর তাই ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের অংশ হয়েছিলেন অর্জুন তেন্ডুলকর৷ তাঁর একটা নয়া ভিডিও ভাইরাল হল৷ সেই ভিডিওটিও ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিতরের৷
এই ভিডিওতে অর্জুন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে একটি বোলিং মেশিনের সামনে ব্যাট করছেন৷ এই ভিডিওটি তাঁর ১২ বছর বয়সের৷ অর্জুন একজন অলরাউন্ডার ছিলেন৷ বোলিং মেশিনে ব্যাট করা অনুশীলন করছেন তিনি৷
আইপিএল ২০২১ -এ এই বাঁ হাতি -র এটা অভিষেক মরশুম৷ মুম্বইয়ের পেস অ্যাটাকে এই মুহূর্তে রয়েছে জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, ধবল কুলকার্নি, অলরাউন্ডার কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া রয়েছে৷ সিনিয়র ক্রিকেটারদের যখন আরাম দেওয়া হবে তখনই বিকল্প বোলার হিসেবে অর্জুন সুযোগ পেতে পারবেন৷