হোম /খবর /খেলা /
IPL 2021: CSK vs RR: Toss মিস, দেখুন ভিডিও, প্লেয়িং ইলেভেন জানুন

IPL 2021: CSK vs RR: Toss মিস, দেখুন ভিডিও, প্লেয়িং ইলেভেন নিয়ে কী বললেন অধিনায়করা

টস আপডেট- Photo Courtesy- IPL/ Twitter Video Grab

টস আপডেট- Photo Courtesy- IPL/ Twitter Video Grab

টসের আপডেট ও প্লেয়িং ১১ জেনে নিন এক ক্লিকে৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আর রাজস্থান রয়্যালস (Rajasthan Roylas) জয়ের লক্ষ্যে বাইশ গজে মুখোমুখি হচ্ছে৷ রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস দু‘টি দলই নিজেদের প্রথম জয় পেলেও একটি করে ম্যাচ ইতিমধ্যেই হেরেছে৷ সোমবারের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন৷  দেখে নিন Toss Update ভিডিও৷

দুই অধিনায়কই এদিন নিজেদের উইনিং কম্বিনেশন বজায় রেখেই মাঠে নামলেন৷ দেখে নিন দুই দলের প্রথম একাদশ৷

তাই এই ম্যাচের জয়ে নিজেদের জয়ের পরিসংখ্যান ভালো করে নিতে চাইছে৷ সঞ্জু স্যামসনের রাজস্থান বনাম ধোনির চেন্নাই এদিন একে অপরকে হারাতে বদ্ধপরিকর৷ আইপিএলের ১২ নম্বর ম্যাচে (IPL 2021)৷ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই পঞ্জাব সুপার কিংসকে পর্যদুস্ত করেছে৷ অন্যদিকে রাজস্থান রয়্যালস শেষ ওভারে রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সকে হারিয়েছে৷

গুরুত্বপূর্ণ ১২ তম ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ৷

স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখাবে৷ পাশাপাশি ম্যাচের অনলাইন স্ট্রিমিং দেখা যাবে হটস্টার৷ যারা জিও গ্রাহক তারা হটস্টারে ফ্রিতে এই ম্যাচ দেখতে পাবেন৷

এই মুহূর্তে মহেন্দ্র সিং ধোনির একমাত্র যোগ্য উত্তরসূরি ধরা হচ্ছে ঋষভ পন্থকে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে জাতীয় দলের জার্সি গায়ে পারফর্ম করেছেন পন্থ, তাতে সেটাই স্বাভাবিক। লোকে ভুলেই গিয়েছে মহেন্দ্র সিং ধোনির আর এক উত্তরসূরীকে। তিনি সঞ্জু স্যামসন। নতুন বছরে অভিজ্ঞ স্টিভ স্মিথকে সরিয়ে দিয়ে যাঁর ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত ১১৯ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। শেষ ম্যাচে সঞ্জু রান না পেলেও জিতেছিল দল।

Published by:Debalina Datta
First published:

Tags: CSK, IPL 2021