পৃথিবীর একমাত্র সাদা জিরাফকে বাঁচাতে অভিনব পদক্ষেপ বনকর্মীদের, শিংয়ে লাগানো হল ট্র্যাকিং ডিভাইস
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই ডিভাইসের মাধ্যমে বনরক্ষীরা সবসময় জিরাফটির চলাফেরা লক্ষ্য রাখতে পারবেন
#নাইরোবি: পৃথিবীর একমাত্র সাদা জিরাফকে চোরাশিকারীদের হাত থেকে বাঁচাতে আধুনিক ব্যবস্থা নিল কেনিয়ার ইসাকবিনি হিরোলা সংরক্ষিত এলাকার বনকর্মীরা। বিশ্বের বিরলতম এই প্রাণীকে বাঁচিয়ে রাখতে তার শরীরে লাগিয়ে দেওয়া হয়েছে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস। সম্প্রতি ‘সিএনএন’ এর একটি রিপোর্ট থেকে জানা গেছে এই তথ্য।
কয়েক মাস আগেও বেঁচে ছিল তিন জিরাফ ৷ কেনিয়ার ওই জঙ্গলে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সবশুদ্ধ তিনটি সাদা জিরাফ। বাবা-মা আর তাদের সন্তান ৷ গোটা পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা ৷ আচমকাই দু’টি জিরাফ নিখোঁজ হয়ে যায়। অত্যন্ত বিরল, বিলুপ্তপ্রায় সেই সাদা জিরাফের মা ও সন্তানদের মৃত্যু হল পাচারকারীদের হাতে! পরে মার্চ মাসে পাওয়া যায় তাদের কঙ্কাল।
advertisement
কেনিয়ার একমাত্র মহিলা সাদা জিরাফ ও তার শিশুর দেহ উদ্ধার করেছে জঙ্গলের সংরক্ষণকারীরা। বর্তমানে গোটা বিশ্বে একটিমাত্র পুরুষ সাদা জিরাফ বেঁচে রইল ৷ এই পরিস্থিতিতে পৃথিবীর একমাত্র জীবিত সাদা জিরাফটিকে বাঁচিয়ে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বন দপ্তরের কর্মীরা। তার ভোঁতা শিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে বনরক্ষীরা সবসময় জিরাফটির চলাফেরা লক্ষ্য রাখতে পারবেন। কোনও অচেনা মানুষ বা শত্রুর সম্মুখীন হলেই এই ডিভাইসে ধরা পড়বে। ফলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে পারবেন বনরক্ষীরা
advertisement
advertisement
২০১৭ সালে প্রথম সাদা জিরাফের খোঁজ মিলেছিল কেনিয়ার ইশাকবিনি হিরোলা কনসারভেন্সিতে ৷ তারপর থেকেই জিরাফগুলির উপর কড়া নজর রাখা হচ্ছিল ৷ এমনকি ওই জঙ্গলের পর্যটকদের কাছেও ওই সাদা জিরাফগুলি ছিল প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ৷ চোরাশিকারকারীদের লালসার কাছে হার মানল অবলা প্রাণ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2020 8:01 PM IST