Pakistan: ‘পারমাণবিক পরীক্ষা আমরা প্রথমে শুরু করব না’! ট্রাম্পের দাবি নস্যাৎ করে জানালেন পাক কর্মকর্তা
- Published by:Ankita Tripathi
 - news18 bangla
 
Last Updated:
Pakistan: পাকিস্তানের ওই উর্ধ্বতন কর্মকর্তার বলেন, ‘‘আমরা প্রথমে পারমাণবিক পরীক্ষা শুরু করব না৷ পাকিস্তান প্রথমে পারমাণবিক পরীক্ষা চালায়নি এবং প্রথমে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে না’’৷
পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে রাশিয়া, চিন-সহ বেশ কিছু দেশ। সাম্প্রতিক সাক্ষাৎকারে এমনই দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সেই তালিকায় পাকিস্তানের নামও উল্লেখ্য করেন ট্রাম্প৷ গতকাল ট্রাম্পের মন্তব্যের পরই হুলুস্থুলু পড়ে যায় বিশ্বের রাজনৈতিক মহলে৷ এবার এ প্রসঙ্গে মুখ খুললেন পাকিস্তানের এক সিনিয়র কর্মকর্তা৷
সিবিএস নিউজ দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের ওই উর্ধ্বতন কর্মকর্তার বলেন, ‘‘আমরা প্রথমে পারমাণবিক পরীক্ষা শুরু করব না৷ পাকিস্তান প্রথমে পারমাণবিক পরীক্ষা চালায়নি এবং প্রথমে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে না’’৷
advertisement
প্রসঙ্গত ৬০ মিনিটের ওই সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্র ফের পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে, এমনই ইঙ্গিত দেন ট্রাম্প৷ সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি, ‘‘আমাদের অন্য যেকোনও দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। এবং আমি মনে করি আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কে কিছু করা উচিত। আমি প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি-র সঙ্গে এ বিষয়ে নিয়ে আলোচনা করেছি। আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ার অনেক পারমাণবিক অস্ত্র রয়েছে, এবং চীনের অনেক থাকবে৷’’ এই তালিকায় পাকিস্তানের কথাও উল্লেখ্য করেছেন ট্রাম্প৷ পাকিস্তানও নাকি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে৷
advertisement
তিনি আরও বলেন, ‘‘আপনি জানেন, আপনাকে করতে হবে—এবং আমি পরীক্ষা বলছি কারণ রাশিয়া ঘোষণা করেছে যে তারা একটি পরীক্ষা করতে যাচ্ছে। উত্তর কোরিয়া ক্রমাগত পরীক্ষা করছে। অন্যান্য দেশ পরীক্ষা করছে। আমরা একমাত্র দেশ যে পরীক্ষা করে না, এবং আমি একমাত্র দেশ হতে চাই না যে পরীক্ষা করে না,”৷ প্রেসিডেন্ট আরও বলেছেন যে যুক্তরাষ্ট্র একটি “উন্মুক্ত সমাজ” যা এই ধরনের বিষয়গুলি স্বচ্ছভাবে আলোচনা করে।
advertisement
তিনি আরও বলেন, ‘‘আমরা আলাদা। আমরা এগুলি নিয়ে খোলাখুলি কথা বলি৷ আমাদের এটি সম্পর্কে কথা বলতে হবে, নতুবা আপনারা রিপোর্ট করবেন, এ নিয়ে লিখবেন৷ ওদের এগুলো নিয়ে কেউ লিখবে না৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2025 11:47 AM IST

