TMC: আজ পাশাপাশি পথে মমতা-অভিষেক! SIR শুরুর দিনেই কলকাতায় মিছিল তৃণমূলের

Last Updated:

TMC: আজ থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হচ্ছে আর ওই দিন থেকেই বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন

File Image
File Image
কলকাতা: আজ থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হচ্ছে আর ওই দিন থেকেই বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন। সেই দিনই পথে নামছে তৃণমূল কংগ্রেস। কলকাতায় মিছিল করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই মর্মে নিজের লেখা ও সুর করা গান সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। গানের ক্যাপশনে তিনি লেখেন, ” মিছিলের আগে আমাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে দয়া করে আমার লেখা ও সুর করা এই গান শুনুন। গেয়েছেন ইন্দ্রনীল সেন।”
advertisement
advertisement
আজ দুপুর দেড়টার মধ্যে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের রেড রোডে ড: বি.আর. অম্বেডকরের মূর্তির সামনে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ সেখান থেকে শুরু হবে মিছিল। অম্বেডকর মূর্তির সামনে থেকে মিছিল গিয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। বিধানসভা ভোট একেবারেই দোরগোড়ায়, এই অবস্থায় কোনও দিনই একেবারেই হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব।
advertisement
তাই কলকাতায় মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের এদিনের মেগা মিছিলের মূল বার্তা— ভোটাধিকার রক্ষা, সংবিধান সুরক্ষা এবং বাংলার প্রতি কেন্দ্রীয় বৈষম্যের প্রতিবাদ। এই কর্মসূচির মাধ্যমে বাংলার মানুষকে সতর্ক করা হবে যাতে তাঁদের নাম ভোটার তালিকা থেকে যেন কোনওভাবেই বাদ না যায়।
advertisement
কলকাতা ও আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা আসবেন মিছিলে। দূরের জেলাগুলিকে আসতে মানা করা হয়েছে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  একটাও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ফের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন রেড রোডে আম্বেদকর মূর্তির সামনের থেকে মিছিল শুরু হয়ে আর আর অ্যাভিনিউ ধরে ডোরিনা ক্রসিংয়ের দিকে যাবে মিছিল। সেখান থেকে সোজা ভিক্টোরিয়া হাউজের পাশ দিয়ে গিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরবে মিছিল। তারপর সোজাসুজি চলে যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবধি৷ জোড়াসাঁকোতেই সভা করবে তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: আজ পাশাপাশি পথে মমতা-অভিষেক! SIR শুরুর দিনেই কলকাতায় মিছিল তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল ! দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই, উত্তরের এক জেলায় বৃষ্টির পূর্বাভাস
সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল! দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই, উত্তরের এক জেলায় বৃষ্টি
  • সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল !

  • দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই

  • উত্তরের এক জেলায় বৃষ্টির পূর্বাভাস

VIEW MORE
advertisement
advertisement