corona virus btn
corona virus btn
Loading

দোকানে বাচ্চাকে নিয়ে বেড়াতে গিয়ে, চুরি করলেন মা, দেখে নিন ভয়ানক ভিডিও

দোকানে বাচ্চাকে নিয়ে বেড়াতে গিয়ে, চুরি করলেন মা, দেখে নিন ভয়ানক ভিডিও
Photo- Video Grab

তারমধ্যে যে বাচ্চাটিকে নিয়ে চুরি করতে গিয়েছিলেন তাকেই ফেলে চলে এসেছিলেন দোকানেই...

  • Share this:

#নয়াদিল্লি :  একজন নয় একেবারে তিন জন মহিলা বাচ্চা কোলে নিয়ে শপিং মলে কাজ সারলেন ৷ একেবারে চুরি করতে গিয়েছিলেন ৷ মলের সিসিটিভি ফুটেজে এই দারুণ চুরির ঘটনা ধরা রয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি দেওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল ৷

দোকানটির নাম বাম্বি বেবি ৷ নিউজার্সি -র মিড টাউনে রয়েছে এই দোকানটি ৷ দু‘জন মহিলা ব্যস্ত ছিলেন দোকানের কর্মচারীদের দিগভ্রান্ত করার জন্য ৷ দু‘জন যেখানে এই কাজে ব্যস্ত ছিলেন তখন অন্য মহিলা দোকান থেকে আস্তে আস্তে হাপিস করে দিলেন বাচ্চাদের প্যারাম্বুলেটর ৷ এদিকে যে মহিলা চুরি সেরে দোকান থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি আবার যে বাচ্চাটিকে নিয়ে এসেছিলেন তাঁকে ভুলে গিয়েই মলের বাইরে চলে যান ৷ দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ৷ ঘটনাটি ঘটে যাওয়ার ৬ মিনিটে বাদে অন্য এক মহিলা বাচ্চাটিকে বার করে নিয়ে যায় ৷

যে স্টোরটি এই ভিডিও শেয়ার করেছে তাদের দুঃখ যে কেউ পেট চালানোর জন্য চুরি করতে পারে কিন্তু এই ঘটনায় একটি শিশুকে ব্যবহার করা হয়েছে , সেটাই খুব খারাপ ৷ কারণ সে নিজেও জানে না তাকে কোন কাজে ব্যবহার করা হয়েছে ৷

    আরও দেখুন
First published: August 26, 2019, 1:27 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर