Viral Video: মাছের পেটের মধ্যে এ কী নড়ছে, পরের কাণ্ড আপনাকে সত্যি চমকে দেবে

Last Updated:

Viral Video: মাছ ধরতেই যা কাণ্ড হল, তা এককথায় অবাক করার মতো

মাছ ধরতেই যা কাণ্ড হল
মাছ ধরতেই যা কাণ্ড হল
মাঝে মাঝে ভাইরাল হওয়া এমন কিছু ভিডিও আমাদের অবাক করে দেয়। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, একটি মাছ ধরা হয়েছে। কিন্তু ওই মাছ ধরতেই যা কাণ্ড হল, তা এককথায় অবাক করার মতো।
ইউটিউব চ্যানেল Furry Tails-এ শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, গভীর জলাশয় থেকে একটি মাছ ধরা হয়েছে। কিন্তু সেই মাছের পেটের মধ্যে হাত দিতেই চমকে উঠে যান সকলে। দেখা যায় মাছের পেটের মধ্যে নড়াচড়া করছে কিছু একটা। শেষে অবাক হয়ে নৌকায় থাকা বাকিরা মাছটির পেট কেটে দেন। দেখা যায়, মাছটির পেটের মধ্যে ছোট একটি মাছ রয়েছে। সেই মাছটি জীবিত অবস্থাতেই রয়েছে।
advertisement
advertisement
ঘটনাস্থলে উপস্থিত থাকা কেউ একজন গোটা ঘটনার ভিডিও করে দেন। সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অনুমান করা হচ্ছে, প্রথমে যে মাছটি ধরা হয়েছিল সেটি আকৃতিতে অনেকটাই বড় ছিল। ছোট মাছ গিলে খেয়েছিল। তাই বড় মাছটির যখন পেট কাটা হয়েছিল, তখন ছোট মাছটি বেরিয়ে যায়। দাবি করা হচ্ছে, এমন ঘটনা প্রায়ই হয়। বড় মাছের মধ্যে ছোট মাছ পাওয়া যায়। কিন্তু জীবিত অবস্থায় কোনও মাছ উদ্ধার হয় এমন ঘটনা নজিরবিহীন বলাই চলে।
advertisement
ভিডিওটি এখনও পর্যন্ত ৫৪ কোটি বার দেখা হয়েছে। অনেকেই ভিডিওটি দেখে হতবাক হয়ে গিয়েছেন। কারণ এমন ঘটনা সচারচর দেখা যায় না। ভিডিওটি আদতে কোন এলাকার তা এখনও স্পষ্ট নয়।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: মাছের পেটের মধ্যে এ কী নড়ছে, পরের কাণ্ড আপনাকে সত্যি চমকে দেবে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement