Viral News: হোটেলের রুমে একা ছিলেন বিমানসেবিকা, হঠাৎ এসি মেশিনের দিকে নজর যেতেই চমকে উঠলেন!

Last Updated:

Air Hostess finds secret camera in her hotel room: বিমানসেবিকা দেখতে পান, তাঁর ঘরের মধ্যে লাগানো এয়ার কন্ডিশনের মধ্যে একটি লাল রঙের আলো জ্বলছে ৷ তখনই তাঁর মনে সন্দেহ হয় ৷ ভিতরে কিছু একটা রয়েছে বুঝতে পারেন ৷

Image: Collected
Image: Collected
কুয়ালালামপুর: হোটেলের রুমে থাকতে অনেকেই ভয় পান ৷ কারণ ‘প্রাইভেসি’ নিয়ে একটা প্রশ্ন সবার মনেই থাকে ৷ কোথাও ট্রাভেল করলে হোটেলে থাকা ছাড়া কোনও উপায় নেই ৷ কিন্তু হোটেলের রুমে কোথাও কোনও গোপন ক্যামেরা ফিট করা নেই তো ! এই নিয়ে একটা ভয় সবার মনেই থাকে ৷ বিশেষ করে একা মহিলা বা কোনও কাপলের ক্ষেত্রে (Hidden Camera In Hotel Rooms)  ৷ সম্প্রতি মালয়েশিয়ার এক বিমানসেবিকা নিজের হোটেলের রুমে এমন খারাপ অভিজ্ঞতারই সম্মুখীন হয়েছেন (Air Hostess finds secret camera in her hotel room) ৷
টিকটকে @nik.alisa নামের একটি অ্যাকাউন্ট থেকে এক মালয়েশিয়ার বিমানসেবিকা নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ অ্যালিসা মালয়েশিয়ান এয়ারলাইন্সে কাজ করেন ৷ কেবিন ক্রু-র চাকরির খারাপ, ভালো সবকিছুই তিনি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ৷ সম্প্রতি কোরিয়ায় ফ্লাই করার সময় লে ওভারে একটি হোটেলে রাত কাটিয়েছিলেন অ্যালিসা ৷ দক্ষিণ কোরিয়ার এক হোটেলের ঘরে একটা জিনিস আবিষ্কার করতেই চমকে ওঠেন তিনি !
advertisement
advertisement
অ্যালিসা দেখতে পান, তাঁর ঘরের মধ্যে লাগানো এয়ার কন্ডিশনের মধ্যে একটি লাল রঙের আলো জ্বলছে ৷ তখনই তাঁর মনে সন্দেহ হয় ৷ ভিতরে কিছু একটা রয়েছে বুঝতে পারেন ৷ কোনও ‘হিডেন ক্যামেরা’ নেই তো ! এমনটা ভেবেই আঁতকে ওঠেন তিনি ৷ এরপর হোটেল কর্তৃপক্ষকে কল করার পাশাপাশি পুলিশকেও খবর দেন ওই বিমানসেবিকা ৷ এরপর পুলিশ এসে এয়ার কন্ডিশন মেশিনের ভিতরে লাইট কেন জ্বলছে তা খতিয়ে দেখে ৷ এসি মেশিন খুলতেই সেটির ভিতর থেকে বেরিয়ে আসে একটি গোপন ক্যামেরা !
advertisement
এভাবে হোটেলের রুমে বা বাথরুমে কোনও গোপন ক্যামেরা, সিসিটিভি থাকাটা যথেষ্ট আতঙ্কের ৷ এমন ঘটনা আগেও বহুক্ষেত্রে শোনা গিয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও এমন ঘটনা ঘটেই চলেছে ৷ হোটেলের রমে থাকাই এখন যথেষ্ট আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে ৷ কারণ সবসময় সবকিছু নজরে যে পড়বেই, তার কোনও নিশ্চয়তা নেই ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: হোটেলের রুমে একা ছিলেন বিমানসেবিকা, হঠাৎ এসি মেশিনের দিকে নজর যেতেই চমকে উঠলেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement