Sibling Love: ভ্যালেন্টাইন্স ডে-তে ক্যানসার আক্রান্ত দাদাকে সুস্থ করতে অস্থিমজ্জা দান করে ছোট্ট ভাই আজ সুপারহিরো
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Sibling Love: ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভাইকে বাস্তব জীবনের সুপারহিরো বলেছে দাদা, প্রেস্টন
বড় ভাই যুদ্ধ করছে ক্যানসারের সঙ্গে। দাদাকে বাঁচাতে অস্থিমজ্জা দান করল ছোট ভাই। আমেরিকার এই দুই ভাই প্রেস্টন এবং ক্যামেরন পিপকিন্স এখন সামাজিক মাধ্যমে আলোচনার শীর্ষে। অস্ত্রোপচারের আগে তাদের আলোচনা মন জয় করে নিয়েছে নেটিজনেদের। ঘটনাচক্রে ভালবাসার দিন ১৪ ফেব্রুয়ারিতে ভাই ক্যামেরনের কোষ থেকে অস্থিমজ্জা গ্রহণ করেছে দাদা, প্রেস্টন।
অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াতে আক্রান্ত প্রেস্টনের কাছে ভাইয়ের অস্থিমজ্জা এখন জীবনদায়ী। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভাইকে বাস্তব জীবনের সুপারহিরো বলেছে দাদা, প্রেস্টন।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! বিশ্বে একটিমাত্র জায়গাতেই পাওয়া যায় এই বেগুনি মধু, জানুন কোথায়
দাদার কথা অবশ্য সহজে মানতে নারাজ ভাই ক্যামেরন। একরত্তি বলেছে, "ইঞ্জেকশন দেওয়া হয়েছে মানে এই নয় যে আমি তোমাকে বাঁচিয়েছি।" ভাইয়ের কথা শুনে তার অবদান মনে করিয়ে দেয় দাদা। বলে, "আমার শরীরে বোনম্যারো নষ্ট হয়ে গিয়েছে। তার কারণ ক্যানসার। তুমি আমাকে বোনম্যারো দিয়েছো। তাই, এটাই ঠিক যে তুমি আমার জীবন রক্ষা করেছ।"
advertisement
advertisement
advertisement
এর পর ভাইকে বুঝিয়ে দেয় দাদা। বলে কীভাবে বোনম্যারো অপারেশন করা হয়। এই অস্ত্রোপচারে কী হবে, সেটাও বলে দাদা প্রেস্টন। বার বার বলতে থাকে ছোট্ট ভাই-ই তাঁর জীবনের সুপারহিরো। দুই একরত্তি মনে করিয়ে দিল ১৪ ফেব্রুয়ারি শুধু প্রেমের দিনই নয়। সেটা জাতীয় অঙ্গদান দিবসও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 23, 2023 2:01 PM IST







