Purple Honey: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! বিশ্বে একটিমাত্র জায়গাতেই পাওয়া যায় এই বেগুনি মধু, জানুন কোথায়

Last Updated:

Purple Honey: বিশ্বের একমাত্র এক জায়গাতেই পাওয়া যায় এই বেগুনি মধু। কোথায় পাওয়া যায় এই মধু, তাও জানা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

বিশ্বের একমাত্র এক জায়গাতেই পাওয়া যায় এই বেগুনি মধু
বিশ্বের একমাত্র এক জায়গাতেই পাওয়া যায় এই বেগুনি মধু
পার্পল বা উজ্জ্বল বেগুনি রঙের মধু এখন বাজিমাত করেছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা চর্চা করছে এই অদ্ভুতদর্শন মধু নিয়ে। জানা গিয়েছে বিশ্বের একমাত্র এক জায়গাতেই পাওয়া যায় এই বেগুনি মধু। কোথায় পাওয়া যায় এই মধু, তাও জানা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।
জানা গিয়েছে নর্থ ক্যারোলিনার স্যান্ড হিলে বিশ্বের মধ্যে একমাত্র পার্পল হানি পাওয়া যায়। সেখানকার মৌমাছিরাই এই ধরনের মধু উপহার দেয়।
চেহারায় তো এমন বেগুনিবর্ণ। কিন্তু স্বাদে কেমন এই মধু? জানতে উদগ্রীব সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। তাঁদের ধারণা, সাধারণ মধুর তুলনায় এই মধু একটু বেশি চিটচিটে হবে। ট্যুইটারে একজন লিখেছেন, "এটা কিন্তু দারুণ। আমার দাদু ছিলেন মৌমাছিপালক। এবং আমার কাছে এটা অসাধারণ লাগে। আমার আশা, যদি নর্থ ক্যারোলিনা থেকে পার্পল হানি কিনতে পারতাম। আমাকে এটা চেষ্টা করতেই হবে। "
advertisement
advertisement
advertisement
কিন্তু মধুর রং বেগুনি হল কেন? ভেদ করা হয়েছে সেই রহস্যও। কারও মত, অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মধু পান করেছে মৌমাছিরা। এসেছে সাওয়ারউড প্ল্যান্টসের প্রসঙ্গও। অনেকে মনে করেন কুডজু বা সাদার্ন লেদারউড ফুলের দৌলতেও মধুর এই রং হয়েছে। তবে কারণ যা-ই হোক না কেন, এই মিষ্টি ও সামান্য ফলের আস্বাদ-সহ মধু খুব দ্রুত জনপ্রিয় হতে চলেছে খাদ্যরসিকদের কাছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Purple Honey: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! বিশ্বে একটিমাত্র জায়গাতেই পাওয়া যায় এই বেগুনি মধু, জানুন কোথায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement