100 marriages in life: এখনও পর্যন্ত ২৬ বিয়ে, মোট ১০০ বার বিয়ে করতে চান ৬০ বছরের এই পাকিস্তানি প্রৌঢ়
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
100 marriages in life: ইতিমধ্যেই মোট ২৬ বার বিয়ে করেছেন। ২২ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদও হয়ে গিয়েছে। স্ত্রীদের মধ্যে আছেন নাতনির বয়সি মেয়েও।
সেঞ্চুরি করতে চান এক পাকিস্তানি। তবে ক্রিকেটের বাইশ গজে নয়। তিনি শতরান করতে চান বউয়ের সংখ্যায় বা বিয়েতে। ইতিমধ্যেই মোট ২৬ বার বিয়ে করেছেন। ২২ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদও হয়ে গিয়েছে। স্ত্রীদের মধ্যে আছেন নাতনির বয়সি মেয়েও।
৬০ বছর বয়সি ওই পাকিস্তানি ব্যক্তির স্বপ্ন, মোট ১০০ বার বিয়ে করা। শুধু তাই নয়। প্রতি স্ত্রীর কাছ থেকেই চাই সন্তান। সন্তানের জন্ম হলেই স্ত্রীকে ডিভোর্স করেন। বিয়েপাগল ওই প্রৌঢ়ের ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর পাশে বসে আছেন অল্পবয়সি গিন্নিরা।
আরও পড়ুন : মূল্য ৯০ লক্ষ! মহার্ঘ্য মার্সিডিজ বেঞ্জ কিনলেন 'এমবিএ চাওয়ালা' প্রফুল্ল
এই মুহূর্তে প্রৌঢ়ের বাড়িতে আছেন ৪ জন স্ত্রী। সকলেরই বয়স ১৯-২০ বছর। তাঁদের সামনেই প্রৌঢ় দ্বিধাহীন ভাবে জানান সন্তানের জন্ম হওয়ার পরই তিনি তাঁদের পরিত্যাগ করবেন। তিনি সন্তানের জন্যই বিয়ে করেন। সন্তানলাভের পরই বিচ্ছেদ। এটা জানার পরও তাঁকে বিয়ে করার জন্য আগ্রহী মেয়েরা।
advertisement
advertisement
Pakistan में ये चिचाजान 26 शादियाँ करके 22 लड़कियों को तलाक़ दे चुका है…कह रहा है कि ये मेरा शौंक है…100 शादियाँ करूँगा…सबको तलाक़ दूँगा… pic.twitter.com/YHPk09PXRa
— Jyot Jeet (@activistjyot) February 17, 2023
তবে তিনি ত্যাগ করার পরও যাতে স্ত্রীদের কোনও অসুবিধে না হয়, সেদিকে খেয়াল রাখেন প্রৌঢ়। থাকার ব্যবস্থা করে দেন। খাওয়াপরার খরচও যোগান দেন। জানান, এভাবে বিয়ে করে ডিভোর্সই তাঁর শখ। নেটিজেনরা তাঁর কথা শুনে বিস্ময়ে নির্বাক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2023 4:53 PM IST










