হোম /খবর /দেশ /
মূল্য ৯০ লক্ষ! মহার্ঘ্য মার্সিডিজ বেঞ্জ কিনলেন 'এমবিএ চাওয়ালা' প্রফুল্ল

MBA Chaiwala Mercedes SUV : মূল্য ৯০ লক্ষ! মহার্ঘ্য মার্সিডিজ বেঞ্জ কিনলেন 'এমবিএ চাওয়ালা' প্রফুল্ল

প্রফুল্ল বিল্লোরের স্বপ্নের উত্থানে বাকরুদ্ধ সোশ্যাল মিডিয়া

প্রফুল্ল বিল্লোরের স্বপ্নের উত্থানে বাকরুদ্ধ সোশ্যাল মিডিয়া

MBA Chaiwala Mercedes SUV : নিজের প্রোফাইলে ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে শোরুমে গিয়ে মহার্ঘ্য গাড়িটি তিনি কিনছেন।

  • Share this:

ছিলেন এমবিএ চাওয়ালা । হলেন মার্সিডিজ-মালিক। প্রফুল্ল বিল্লোরের স্বপ্নের উত্থানে বাকরুদ্ধ সোশ্যাল মিডিয়া। নিজের প্রোফাইলে ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে শোরুমে গিয়ে মহার্ঘ্য গাড়িটি তিনি কিনছেন। তার পর মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর যাচ্ছেন বাড়িতে। তবে এটাই প্রথম চমক নয়। এর আগেও ইন্টারনেট সেনসেশন হয়েছেন প্রফুল্ল। তিনি এমবিবিএস পড়তে পড়তে কোর্সের মাঝপথে পড়া ছেড়ে দেন। এর পর ২০১৭ সালে তিনি আইআইএম আমদাবাদের সামনে চায়ের দোকান শুরু করেন। এই ব্যবসায় অভূতপূর্ব সাফল্য পান। ইন্টারনেটে পরিচয় হয়ে যায় 'এমবিএ চাওয়ালা'। সামাজিক মাধ্যমের এই পরিচয় এখন তাঁর ব্র্যান্ডনেম। 'MBA Chai Wala' নামে একাধিক খাবার দোকানের মালিক তিনি।

এ বার তাঁর সংগ্রহে এল মার্সিডিজ। গাড়িটি হাতে পাওয়ার আগে শোরুমে ছোট্ট একটা আনন্দ উদযাপন করেন তাঁর পরিজনরা। কেক কাটা হয়। তার পর তাঁদের হাতে তুলে দেওয়া হয় গাড়ির প্রতীকী চাবি। জানা গিয়েছে গাড়িটির দাম ৯০ লক্ষ টাকা।

আরও পড়ুন :  চিনা তরুণীর সঙ্গে ভারতীয় তরুণের সংসার জার্মানিতে, চৈনিক সুন্দরী এখন খাঁটি ভারতীয় বধূ

সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় প্রফুল্ল। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা দেড় লক্ষের বেশি। সেখানে তাঁর সাফল্যের ইতিহাস-এর ভিউজ ছাপিয়েছে ৩ লক্ষ। সামাজিক মাধ্যমে নতুন বাহনের সঙ্গে নিজের ছবি শেয়ার করে প্রফুল্ল লিখেছেন, এ বার তিনি এমন কিছু স্মৃতি তৈরি করতে চান, যা তাঁর জীবনভরের সঙ্গী হয়ে থাকবে। তাঁর জীবনসংগ্রাম অনুপ্রাণিত করেছে অসংখ্য জনকে।

 

গত বছর বিহারের পটনায় চায়ের দোকান দিয়েছেন অর্তনীতির স্নাতক প্রিয়াঙ্কা। ২৪ বছর বয়সি এই তরুণী প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েচেন চাকরি পাওয়ার জন্য। কিন্তু সফল হননি। তাই চাকরির জন্য অপেক্ষা করে না থেকে তিনি চায়ের দোকান দেন। পথ দেখিয়েছিলেন প্রফুল্ল বিল্লোর।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: MBA Chaiwala, Mercedes Benz SUV