Dreamy Love: চিনা তরুণীর সঙ্গে ভারতীয় তরুণের সংসার জার্মানিতে, চৈনিক সুন্দরী এখন খাঁটি ভারতীয় বধূ
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dreamy Love: আদতে বেজিংয়ের মেয়ে স্যান্ডি এবং হরিয়ানার যুবক অভির সুখী সংসার এখন জার্মানিতে
প্যারিসে গিয়ে চিনা তরুণীর প্রেমে পড়লেন ভারতীয় যুবক। রঙিন প্রেমপর্বের পর এখন তাঁরা সুখী দম্পতি। তাঁদের প্রেম এবং দাম্পত্য এখন সামাজিক মাধ্যমে বেশ চর্চিত। লং ডিস্ট্যান্স প্রেমপর্বে পাঁচ বছর কাটানোর পর তাঁরা গাঁটছড়া বাঁধেন। ইউটিউবে মাঝে মাঝেই ভিডিও শেয়ার করেন। নেটিজেনদের কাছে খুবই জনপ্রিয় তাঁদের ভিডিও। আদতে বেজিংয়ের মেয়ে স্যান্ডি এবং হরিয়ানার যুবক অভির সুখী সংসার এখন জার্মানিতে।
ইঞ্জিনিয়ারিং পাশ করে অভি দু’ বছর চাকরি করেন নয়ডায়। তার পর প্যারিসে যান এমবিএ কোর্স করতে। অন্যদিকে স্যান্ডিও যান প্যারিসে। ফরাসি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা করতে। ঘটনাচক্রে দুজনের বিশ্ববিদ্যালয় ছিল একই। সেখানেই আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। ২০১১ সালের অগাস্টে তাঁদের প্রথম আলাপ। তাঁদের প্রথম আলাপেই অভির কাছে তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। মনেই হয়নি তিনি অপরিচিত যুবকের সঙ্গে কথা বলছেন। আর স্যান্ডিকে দেখে তাঁর রূপ মুগ্ধ হন অভি।
advertisement
আরও পড়ুন : অ্যাডিনোভাইরাস কি আতঙ্কের আর এক নাম? জেনে নিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
আলাপ একটু গভীর হতেই তাঁর অফিশিয়াল ডেটে যান ভারতীয় রেস্তরাঁয়। তার পর দেখা হওয়া চলতেই থাকে। অবশেষে স্যান্ডিকে বিয়ের প্রস্তাব দেন অভি। এর পর তিনি চাকরি নিয়ে চলে যান জার্মানিতে। আলাপের পর প্রথম বিরহেই দুজনে বুঝতে পারেন তাঁদের প্রেমের বন্ধন গভীর।
advertisement
advertisement
advertisement
২০১৮ সালে সারপ্রাইজ এনগেজমেন্ট পার্টিতে তাঁদের বাগদান হয়ে যায়। পরের বছর ডেনমার্কের কোপেনহেগেনে তাঁরা বিয়ে করেন। দু’ জনের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। ভারতীয় রীতিনীতি ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েছেন স্যান্ডি। চৈনিক সুন্দরী এখন ভারতীয় পরিবারের বধূ। তাঁর দেশের সংস্কৃতিকেও আপন করে নিয়েছেন অভি। এখন একসঙ্গে তাঁরা দুই সংস্কৃতির নানা অনুষ্ঠান পালন করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 12:13 PM IST