US Drought: শুকনো হ্রদ থেকে উঠে আসছে নরকঙ্কাল! আমেরিকায় খরা পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
US Drought: কঙ্কাল উদ্ধার করার পর স্থানীয় প্রশাসনে পুলিশ জানিয়েছে, এই ধরনের কোনও মামলার সত্যি উদঘাটন করা, এত বছর পর, খুব কঠিন।
#লস এঞ্জেলেস: প্রায় অর্ধশতাব্দী পুরনো মানুষের দেহ! পড়ে আছে শুধু হাড়গোড়! খরা কবলিত আমেরিকার একটি হ্রদ থেকে এমনই দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সোমবার আমেরিকার পুলিশের তরফ থেকে এ কথা জানানো হয়েছে। মনে করা হচ্ছে, এমন অসংখ্য নরকঙ্কাল উদ্ধার করা হতে পারে এই হ্রদ থেকে। সম্প্রতি আমেরিকার বিস্তৃত অঞ্চল খরার কবলে পড়েছে। শুকিয়ে গিয়েছে লেক মিড। সেখানেই সোমবার বোটিংয়ের উদ্দেশ্যে যাওয়া একদল মানুষ একটি কঙ্কাল দেখতে পান, পরে সেটি উদ্ধার করে পুলিশ।
কঙ্কাল উদ্ধার করার পর স্থানীয় প্রশাসনে পুলিশ জানিয়েছে, এই ধরনের কোনও মামলার সত্যি উদঘাটন করা, এত বছর পর, খুব কঠিন। আমরা মনে করছি, যদি খরার প্রকোপ বাড়ে ও এই লেকের জলস্তর আরও কমে যায়, তা হলে এমন আরও অনেক নরককঙ্কার উদ্ধার হতে পারে। এ বারের আমেরিকার খরা পরিস্থিতিকে কার্যত ঐতিহাসিক বলা হচ্ছে। মন করা হচ্ছে, এ বারের খরা পরিস্থিতির কারণে একে বারে তলানিতে গিয়ে ঠেকেছে জলস্তর। জলাধার থেকে হ্রদ, সর্বত্র কমছে জলের পরিমাণ।
advertisement
advertisement
যে হ্রদের থেকে এই নরকঙ্কাল উদ্ধার করা হয়েছে, সেটির নাম লেক মিড। এটি হুভার জলাধার তৈরি করার সময় সৃষ্টি হয়েছিল। এই হুভার জলাধারের উপর নির্ভর করেন আমেরিকার ২ কোটি ৫ লক্ষ মানুষ। সেই হ্রদেরই জলস্তর একেবারে তলানিতে এসে ঠেকেছে। জলস্তর এসে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ ফুটে, ১৯৩৭ সালের পর থেকে যে উচ্চতা সর্বনিম্ন। হ্রদের পরিচালকরা জানিয়েছেন, যে পাইপের মাধ্যমে শোধনাগারে জল যায়, সেই পাইপগুলি এখন দেখা যেতে শুরু করেছে, ফলে বলাই চলে, পরিস্থিতি উদ্বেগের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2022 8:38 AM IST