Hardik Patel likely to leave Congress: হাত ছাড়ছেন হার্দিক? গুজরাতে বিধানসভা ভোটের আগে ফের বড় ধাক্কার অপেক্ষায় কংগ্রেস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত কয়েকদিন ধরে ক্রমাগত কংগ্রেসের উদ্দেশে তীর্যক মন্তব্য ছুড়ে দেওয়ার পর এবার নিজের ট্যুইটার প্রোফাইল থেকেই কংগ্রেসের নাম সরিয়ে দিলেন হার্দিক৷
#আহমেদাবাদ: গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে কি ফের একবার মুখ পুড়তে চলেছে কংগ্রেসের? সেরকমই সম্ভাবনা প্রবল৷ কারণ গুজরাতে পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের সঙ্গে কংগ্রেসের বিচ্ছেদ সম্ভবত সময়ের অপেক্ষা৷ রাজনৈতিক মহলের ধারণা অন্তত সেরকমই৷
কারণ গত কয়েকদিন ধরে ক্রমাগত কংগ্রেসের উদ্দেশে তীর্যক মন্তব্য ছুড়ে দেওয়ার পর এবার নিজের ট্যুইটার প্রোফাইল থেকেই কংগ্রেসের নাম সরিয়ে দিলেন হার্দিক৷ বিধানসভা নির্বাচনের আগে গুজরাতে দলের রাজ্য নেতাদের মধ্যেই মতবিরোধ চরমে পৌঁছেছে৷ এই অবস্থায় হার্দিক দল ছাড়লে সেই দায় আগেভাগেই হাইকম্যান্ডের উপরে চাপিয়ে রেখেছেন কংগ্রেসের রাজ্য নেতারা৷
advertisement
advertisement
হার্দিক প্যাটেলের মতো নেতা শেষ পর্যন্ত যদি সত্যিই কংগ্রেসের হাত ছাড়েন, তাহলে বিধানসভা নির্বাচনের আগে গুজরাতের মতো রাজ্যে কংগ্রেস আরও কোণঠাসা হয়ে পড়বে৷ গুজরাতে দলের ওয়ার্কিং প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল হার্দিককে৷ সেই তিনিই কংগ্রেসকে খোঁচা দিয়ে সম্প্রতি বলেন, তাঁর নিজেকে 'এমন একজন নতুন বরের মতো মনে হচ্ছে যাঁকে বন্ধ্যাত্বকরণে বাধ্য করা হয়েছে৷'
advertisement
এখানেই শেষ নয়, কংগ্রেসের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে হার্দিক প্যাটেল বলেন, 'বিজেপি-র বেশ কিছু প্রশংসনীয় দিক রয়েছে, যা আমাদের স্বীকার করা উচিত৷'
তবে তিনি কংগ্রেস ছাড়ছেন, হার্দিক প্যাটেল নিজে এখনও সেকথা স্বীকার করেননি৷ বরং তাঁর দাবি, এখনও তিনি কংগ্রেসেই রয়েছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2022 6:53 PM IST

