#আহমেদাবাদ: গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে কি ফের একবার মুখ পুড়তে চলেছে কংগ্রেসের? সেরকমই সম্ভাবনা প্রবল৷ কারণ গুজরাতে পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের সঙ্গে কংগ্রেসের বিচ্ছেদ সম্ভবত সময়ের অপেক্ষা৷ রাজনৈতিক মহলের ধারণা অন্তত সেরকমই৷
কারণ গত কয়েকদিন ধরে ক্রমাগত কংগ্রেসের উদ্দেশে তীর্যক মন্তব্য ছুড়ে দেওয়ার পর এবার নিজের ট্যুইটার প্রোফাইল থেকেই কংগ্রেসের নাম সরিয়ে দিলেন হার্দিক৷ বিধানসভা নির্বাচনের আগে গুজরাতে দলের রাজ্য নেতাদের মধ্যেই মতবিরোধ চরমে পৌঁছেছে৷ এই অবস্থায় হার্দিক দল ছাড়লে সেই দায় আগেভাগেই হাইকম্যান্ডের উপরে চাপিয়ে রেখেছেন কংগ্রেসের রাজ্য নেতারা৷
আরও পড়ুন: এবার কি নিজের দল ঘোষণা করতে চলেছেন প্রশান্ত কিশোর? 'আসল মাস্টার’ কারা? দিলেন এই বার্তা
হার্দিক প্যাটেলের মতো নেতা শেষ পর্যন্ত যদি সত্যিই কংগ্রেসের হাত ছাড়েন, তাহলে বিধানসভা নির্বাচনের আগে গুজরাতের মতো রাজ্যে কংগ্রেস আরও কোণঠাসা হয়ে পড়বে৷ গুজরাতে দলের ওয়ার্কিং প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল হার্দিককে৷ সেই তিনিই কংগ্রেসকে খোঁচা দিয়ে সম্প্রতি বলেন, তাঁর নিজেকে 'এমন একজন নতুন বরের মতো মনে হচ্ছে যাঁকে বন্ধ্যাত্বকরণে বাধ্য করা হয়েছে৷'
আরও পড়ুন: তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা কি থাকছেন প্রশান্ত কিশোর? জবাব দিলেন মমতা
এখানেই শেষ নয়, কংগ্রেসের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে হার্দিক প্যাটেল বলেন, 'বিজেপি-র বেশ কিছু প্রশংসনীয় দিক রয়েছে, যা আমাদের স্বীকার করা উচিত৷'
তবে তিনি কংগ্রেস ছাড়ছেন, হার্দিক প্যাটেল নিজে এখনও সেকথা স্বীকার করেননি৷ বরং তাঁর দাবি, এখনও তিনি কংগ্রেসেই রয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Hardik Patel