Prashant Kishor: এবার কি নিজের দল ঘোষণা করতে চলেছেন প্রশান্ত কিশোর? 'আসল মাস্টার’ কারা? দিলেন এই বার্তা

Last Updated:

Prashant Kishor: জনগণের নীতি গঠনে সহায়তার কাজে তাঁর ১০ বছর পূর্তি বিষয়ে রোডম্যাপ প্রকাশ করতে গিয়ে প্রশান্ত কিশোর ট্যুইটারে নিজেই দিলেন আভাস।

প্রশান্ত কিশোর৷ Photo-PTI
প্রশান্ত কিশোর৷ Photo-PTI
#নয়াদিল্লি : এবার কেরিয়ারের নয়া বাঁকে পা রাখতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর? কংগ্রেসের সাথে হাত মেলানোর জল্পনায় জল ঢেলেছেন ইতিমধ্যেই। এবার সোমবার দিলেন ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে একটি ইঙ্গিতবাহী বার্তা। তাতেই তাঁর নতুন দল ঘোষণার তত্ব ঘুরছে রাজনৈতিক অলিন্দে। এদিন জনগণের নীতি গঠনে সহায়তার কাজে তাঁর ১০ বছর পূর্তি বিষয়ে রোডম্যাপ প্রকাশ করতে গিয়ে প্রশান্ত কিশোর ট্যুইটারে নিজেই দিলেন আভাস (Prashant Kishor)।
সোমবার সকালে পিকে তাঁর ট্যুইট বার্তায় লেখেন, ‘গণতন্ত্রে অর্থপূর্ণ অংশগ্রহণকারী হতে এবং জনগণের পক্ষে নীতি গঠনে সহায়তা করার জন্য আমি গত দশবছর ধরে রোলারকোস্টার রাইডে চড়েছি! তবে এবার যখন আমি পাতা ওলটাচ্ছি, আমি মনে করি যে এবার আসল ‘মাস্টার’দের কাছে যাওয়ার সময় এসেছে - জনগণ। মানুষের সমস্যাগুলি আরও ভালোভাবে বোঝার জন্য এবং ‘জন সুরাজ’-এর সুশাসনের পথে হাঁটতে হলে মানুষের কাছে যেতে হবে। শুরু হবে বিহার থেকে।’
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ভোটকুশলী যে এই মুহূর্তে হাত শিবিরে যোগ দিচ্ছেন না প্রশান্ত কিশোর ও কংগ্রেস উভয় পক্ষই জানিয়ে নিশ্চিত করেছে। তবে তা সত্ত্বেও কংগ্রেস-প্রশান্ত কিশোরের সমীকরণ নিয়ে জল্পনা থামেনি। এরই মাঝে তেলাঙ্গানার শাসকদল টিআরএস-এর সঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের চুক্তি হয় বলে জানা গিয়েছে।
advertisement
অপরদিকে দিল্লিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও জানান যে ভোটকুশলী হিসেবে এখনও তৃণমূলের সঙ্গেই রযেছেন পিকে। এই সব রাজনৈতিক ঘটনা পরম্পরার মাঝেই এবার প্রশান্ত কিশোর নিজেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন। যার ফলে জল্পনা বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: এবার কি নিজের দল ঘোষণা করতে চলেছেন প্রশান্ত কিশোর? 'আসল মাস্টার’ কারা? দিলেন এই বার্তা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement