Leopard Captured: সপ্তাহব্যাপী তাণ্ডবের অবসান! আটক নকশালবাড়ির নয়া ত্রাস, স্বস্তিতে গ্রামবাসীরা
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Leopard Captured: এক মহিলা চা শ্রমিক জখম হতেই ঘুম ছোটে এলাকাবাসীর, খাঁচা পাতার ১২ ঘণ্টার মধ্যেই এলো সাফল্য!
অবশেষে খাঁচা বন্দী হল চিতাবাঘ! স্বস্তিতে নকশালবাড়ির হাতভরাজোত এলাকা! আতঙ্কমুক্ত হল রাধাজোত এবং শিয়াভিটা গ্রামের মানুষেরাও। গত ৭-৮ দিন ধরে ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল একটি চিতা। গ্রামের পাশাপাশি স্থানীয় নীহার চা বাগানেও দেখতে পাওয়া যায় বিশাল আকারের চিতাকে। এতে আতঙ্ক ছড়ায়। সন্ধ্যের পর থেকে কার্যত ঘরবন্দী ছিল স্থানীয়রা।
advertisement
দিন কয়েক আগে চিতাবাঘের হামলায় নীহার চা বাগানে পাতা তোলার সময়ে এক মহিলা চা শ্রমিক জখমও হয়। এর জেরে কার্যত চিতার আতঙ্কে ঘুম ছুটে গিয়েছিল এলাকাবাসীর। বাগান কর্তৃপক্ষের নজরেও পড়ে চিতাবাঘের পায়ের ছাপ। খবর দেওয়া হয় বন দফতরে। শুধু চা বাগানেই নয়, হাতভরাজোত গ্রামেও চিতার পায়ের ছাপ লক্ষ্য করতে পারে বন কর্মীরা। তারপরই নিশ্চিত হয়েই গতকাল বিকেলে ওই এলাকায় খাঁচা পাতে বাগডোগরা বন দফতর।
advertisement
১২ ঘণ্টার মধ্যেই মুশকিল আসান! রসদের সন্ধানে খাঁচাবন্দী চিতা। আজ ভোরে ঘুম ভাঙতেই স্থানীয়রা দেখতে পায় খাঁচায় দাপাচ্ছে চিতাটি। মূহূর্তে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান গ্রামবাসীরা। চলে দেদার মোবাইলে ছবি তোলা। যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা এলাকা। বন কর্মীরা পৌঁছে উদ্ধার করে চিতাটিকে। সেখান থেকে চিতাটিকে আনা হবে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। সাফারি পার্কে প্রাথমিক চিকিৎসাও চলবে। তারপর রাখা হবে লেপার্ড এনক্লোজারে।
advertisement
advertisement