Mumbai Kolkata Flight Turbulence: ছিঁটকে পড়লেন কেউ, কারও মাথায় চোট! অণ্ডালে ঝড়ের কবলে বিমান, আহত কমপক্ষে ৪০ যাত্রী

Last Updated:
Mumbai Kolkata Flight Turbulence: হঠাৎ বিমানে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। যাত্রীদের বয়ান অনুযায়ী পর পর কেঁপে ওঠে বিমান। আকস্মিক ধাক্কায় প্রবলভাবে জখম হন বহু যাত্রী।
1/8
মুম্বাই থেকে অণ্ডাল আসছিল একটি স্পাইস জেটের বিমান। সেইসময় মাঝ আকাশে ঘটল বিপত্তি। ঝড়ের কবলে পড়ল বিমান। পরপর তিন তিনবার প্রবল ঝাঁকুনি। ঝড়ের মধ্যেই জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে।
মুম্বাই থেকে অণ্ডাল আসছিল একটি স্পাইস জেটের বিমান। সেইসময় মাঝ আকাশে ঘটল বিপত্তি। ঝড়ের কবলে পড়ল বিমান। পরপর তিন তিনবার প্রবল ঝাঁকুনি। ঝড়ের মধ্যেই জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে।
advertisement
2/8
কোনও মতে রক্ষা পেল বিমানটি। কিন্তু আহত হলেন ৪০ জন যাত্রী। তাঁদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর। আহতদের ভর্তি করানো হয়েছে অণ্ডালের স্থানীয় হাসপাতালে।
কোনও মতে রক্ষা পেল বিমানটি। কিন্তু আহত হলেন ৪০ জন যাত্রী। তাঁদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর। আহতদের ভর্তি করানো হয়েছে অণ্ডালের স্থানীয় হাসপাতালে।
advertisement
3/8
প্রায় আধ ঘণ্টা আগে হঠাৎ বিমানে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। যাত্রীদের বয়ান অনুযায়ী পর পর কেঁপে ওঠে বিমান। আকস্মিক ধাক্কায় প্রবলভাবে জখম হন কেউ কেউ।
প্রায় আধ ঘণ্টা আগে হঠাৎ বিমানে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। যাত্রীদের বয়ান অনুযায়ী পর পর কেঁপে ওঠে বিমান। আকস্মিক ধাক্কায় প্রবলভাবে জখম হন কেউ কেউ।
advertisement
4/8
কেউ সিটবেল্ট ছিঁড়ে ছিঁটকে পড়েন। পায়ে প্রবলভাবে চোট পান। কারও মাথায় লেগেছে চোট। আকস্মিক এই কাঁপুনি ও প্রাণভয়ে মানসিকভাবেও বিপর্যস্ত যাত্রীরা।
কেউ সিটবেল্ট ছিঁড়ে ছিঁটকে পড়েন। পায়ে প্রবলভাবে চোট পান। কারও মাথায় লেগেছে চোট। আকস্মিক এই কাঁপুনি ও প্রাণভয়ে মানসিকভাবেও বিপর্যস্ত যাত্রীরা।
advertisement
5/8
বিমানটি সন্ধ্যা ৭.১৫ নাগাদ অবতরণ করার কথা ছিল। ওই বিমানের জনৈক যাত্রী বলেন, "প্রাণে বেঁচে গেছি। যারা সিটবেল্ট পড়তে পারেনি, তারা ফুটবলের মতন আছাড় খেয়েছে। আনেকের মাথা ফেটেছে। হাত, পা, কোমরে আঘাত লেগেছে। চারজন সংজ্ঞাহীন হয়ে পড়ে। বিমানটি ঝড়ের মুখে পড়েছিল।" অপর এক যাত্রী অবশ্য জানান সিটবেল্ট পড়া সত্বেও তিনি আঘাত পান।
বিমানটি সন্ধ্যা ৭.১৫ নাগাদ অবতরণ করার কথা ছিল। ওই বিমানের জনৈক যাত্রী বলেন, "প্রাণে বেঁচে গেছি। যারা সিটবেল্ট পড়তে পারেনি, তারা ফুটবলের মতন আছাড় খেয়েছে। আনেকের মাথা ফেটেছে। হাত, পা, কোমরে আঘাত লেগেছে। চারজন সংজ্ঞাহীন হয়ে পড়ে। বিমানটি ঝড়ের মুখে পড়েছিল।" অপর এক যাত্রী অবশ্য জানান সিটবেল্ট পড়া সত্বেও তিনি আঘাত পান।
advertisement
6/8
অপর এক যাত্রী অবশ্য জানান সিটবেল্ট পড়া সত্বেও তিনি আঘাত পান।
অপর এক যাত্রী অবশ্য জানান সিটবেল্ট পড়া সত্বেও তিনি আঘাত পান।
advertisement
7/8
যাত্রীদের অভিযোগ অণ্ডাল বিমান বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। খবর পাওয়া সত্বেও কোনো অ্যাম্বুলেন্স ছিল না বলেও অভিযোগ যাত্রীদের একাংশের। এক ঘন্টা পর অ্যাম্বুলেন্স এসেছে। ডাক্তার, নার্স কেউ ছিল না বলেও অভিযোগ তুলেছেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ অণ্ডাল বিমান বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। খবর পাওয়া সত্বেও কোনো অ্যাম্বুলেন্স ছিল না বলেও অভিযোগ যাত্রীদের একাংশের। এক ঘন্টা পর অ্যাম্বুলেন্স এসেছে। ডাক্তার, নার্স কেউ ছিল না বলেও অভিযোগ তুলেছেন যাত্রীরা।
advertisement
8/8
জানা গিয়েছে, মুম্বই থেকে বিকেল ৪টে ৫৭ মিনিটে যাত্রা শুরু করে স্পাইসজেট সংস্থার বিমানটি। কিন্তু অবতরণের কিছুক্ষণ আগেই প্রবল ঝড়ের কবলে পড়ে। কোনও মতে বিপদ সামাল দেন পাইলট। ভেঙে পড়ার হাত থেকে বাঁচে বিমানটি। কিন্তু দারুণ ঝাঁকুনি হয়। আচমকা এই ধাক্কায় ভয়ঙ্কর আহত হন যাত্রীরা।
জানা গিয়েছে, মুম্বই থেকে বিকেল ৪টে ৫৭ মিনিটে যাত্রা শুরু করে স্পাইসজেট সংস্থার বিমানটি। কিন্তু অবতরণের কিছুক্ষণ আগেই প্রবল ঝড়ের কবলে পড়ে। কোনও মতে বিপদ সামাল দেন পাইলট। ভেঙে পড়ার হাত থেকে বাঁচে বিমানটি। কিন্তু দারুণ ঝাঁকুনি হয়। আচমকা এই ধাক্কায় ভয়ঙ্কর আহত হন যাত্রীরা।
advertisement
advertisement
advertisement