Grandmother is ready with AK47 : হাতে AK 47! বিপক্ষকে প্রতিরোধ করতে প্রস্তুত ইউক্রেনের সত্তরোর্ধ্ব বৃদ্ধা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-সহ বৃদ্ধার ছবি ছড়িয়ে পড়েছে৷(Ukrainian grandmother is ready with AK47 amid tension with Russia)
মাথায় শনের নুড়ি৷ বলিরেখাভর্তি টুকটুকে মুখে লাল লিপস্টিক পরা ঠোঁট৷ এই অবধি তিনি স্নেহময়ী ঠাকুমারূপীই৷ কিন্তু ভুল ভাঙে তাঁর হাতের দিকে তাকালেই৷ সেখানে ধরে আছেন একে-৪৭! ইউক্রেনের বৃদ্ধার ছবি এখন ভাইরাল৷ ইউক্রেন ও রাশিয়ার সীমান্তে চাপাউতোর বাড়তেই ট্যুইটারে ছড়িয়ে পড়েছে ইউক্রেনের ভ্যালেন্তিনা কনস্তান্তিনোভস্কের ছবি৷ ৭৯ বছর বয়সি এই বৃদ্ধা অংশ নিয়েছেন সিভিলিয়ান কমব্যাট ট্রেনিং-এ৷ সেখানেই হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-সহ বৃদ্ধার ছবি ছড়িয়ে পড়েছে৷(Ukrainian grandmother is ready with AK47 amid tension with Russia)
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভ্যালেন্তিনা অ্যাসল্ট রাইফেল চালনার প্রশিক্ষণ পেয়েছেন পূর্ব ইউরোপের মারিউপোলে ন্যাশনাল গার্ডের প্রশিক্ষণ শিবিরে৷ রুশ আক্রমণ হলে তা প্রতিরোধ করতে প্রশিক্ষিত হয় শিশুরাও৷
আরও পড়ুন : বৃদ্ধা কাশ্মীরির মুখে সদ্য শেখা ইংরেজি শুনে বাহবা নেটিজেনদের
জানা গিয়েছে, সত্তরোর্ধ্ব বৃদ্ধা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যদি প্রয়োজন পড়ে তিনি গুলি চালাতে দ্বিধা করবেন না৷ আরও জানিয়েছেন তিনি অবশ্যই তাঁর দেশ, শহর এবং শিশুদের রক্ষা করবেন৷ স্বীকার করেছেন বয়সের ভারে এখন হয়তো দক্ষ সৈন্য হতে পারবেন না৷ কিন্তু প্রতিরোধ করবেন৷ বলেছেন, ‘‘আমি সেটা করব কারণ চাই না আমার দেশ, আমার শহর হেরে যাক৷ লড়াইয়ের জন্য আমি প্রস্তুত৷’’ তবে তিনি জানেন বয়সের ভার বড় সমস্যা হবে৷ হাতের অস্ত্রও বেশ ভারী তাঁর কাছে৷
advertisement
advertisement
Ukrainian great grandmother, Valentina Constantinovska, on an Ak-47, training to defend against a possible Russian attack. “Your mother would do it too,” she told me. pic.twitter.com/PnojqRir4K
— Richard Engel (@RichardEngel) February 13, 2022
আরও পড়ুন : উড়ানের মাঝে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি শহরের রাজপথে পড়েই মৃত, ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা
advertisement
আরও পড়ুন : ৩১ হাজার টাকা! মহার্ঘ্য আমের দামে চক্ষু চড়কগাছ হওয়ার যোগাড়
এই বৃদ্ধার পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে আরও অসংখ্য সাধারণ দেশবাসীকে৷ শেখানো হচ্ছে শত্রুর মুখে পড়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের মূল পাঠ৷ এমনকি, প্রশিক্ষণ পর্বে অনেক বাবা মা স্বেচ্ছায় এনেছেন তাঁদের শিশুদের৷ কারণ জানতে চাইলে একজন মা বলেছেন, ‘‘আমরা সব বিষয়ে সতর্ক হতে চাই৷ এবং আমি চাই আমার ছেলেও যেন সব রকমের কাজ করতে পারে৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2022 6:54 PM IST