Russia Ukraine Conflict: নীরবতা ভাঙলেন জেলেনস্কি, রাশিয়ার সীমান্তে অভিযান নিয়ে কী বললেন তিনি?
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
অন্য দিকে, রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে ইউক্রেন মিসাইল ছোড়ে। তা একটি জনবসতিপূর্ণ বাড়িতে ভেঙে পড়লে ১৫ জন আহত হন। এখনও পর্যন্ত রাশিয়া ইউক্রেনের উপর চারটি ব্যালিস্টিক মিসাইল, ৫৭টি ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের তরফ থেকে জানান হয়েছে।
কিয়েভ: ক্রমেই উত্তাপ বাড়ছে রাশিয়া-ইউক্রেন দ্বৈরথে। ইতিমধ্যেই রাশিয়ার ক্রুস্ক সীমান্ত এলাকায় সামরিক অভিযান চালিয়েছে ইউক্রেন সেনা। শনিবার, নীরবতা ভেঙে মুখ খুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি জানান, আক্রমণকারীদের হাত থেকে নিজেদের জমি তাঁরা ছিনিয়ে আনতে বদ্ধপরিকর।
ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানি শহর কিয়েভে রাশিয়ার ড্রোন এবং মিসাইল আক্রমণের ফলে রবিবার এক চার বছরের শিশু সহ দুই জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে, রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে ইউক্রেন মিসাইল ছোড়ে। তা একটি জনবসতিপূর্ণ বাড়িতে ভেঙে পড়লে ১৫ জন আহত হন।
এখনও পর্যন্ত রাশিয়া ইউক্রেনের উপর চারটি ব্যালিস্টিক মিসাইল, ৫৭টি ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের তরফ থেকে জানান হয়েছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই কিয়েভের ব্রোভারি এলাকায় এক বছর ৩৫-এর ব্যক্তি এবং তাঁর ছেলের দেহ ধ্বংসস্তূপের মধ্যে থেকে পাওয়া গিয়েছে।
কিন্তু, রাশিয়ার উপরে এখনই আক্রমণের ঝাঁজ কমাতে নারাজ ইউক্রেন। ক্রুস্ক অঞ্চলে সামরিক অভিযান এই নিয়ে ষষ্ঠ দিনে পড়ল। কিন্তু, ইউক্রেনের এই আক্রমণাত্বক মনোভাব ভাল চোখে দেখছেন না বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাসেঙ্কো। এই প্রসঙ্গে তিনি বলেন, “ইউক্রেনের সামরিক বাহিনী সব ধরনের নিয়ম লঙ্ঘন করেছে। তাঁরা বেলারুশের আকাশসীমা বারংবার লঙ্ঘন করছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 11, 2024 8:25 PM IST