Bangladesh: চরমসীমা ছাত্রদের, হাসিনার পর এবার পদত্যাগে বাধ্য হলেন বাংলাদেশের প্রধান বিচারপতি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bangladesh: বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে ইস্তফা দিলেন শেখ হাসিনা ঘনিষ্ঠ ওবায়দুল হাসান। বাংলাদেশে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম।
ঢাকা: বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে ইস্তফা দিলেন শেখ হাসিনা ঘনিষ্ঠ ওবায়দুল হাসান। বাংলাদেশে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম। তিনি এর আগে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক জন বিচারপতি ছিলেন।
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হাসানের বিচারপতির পদ থেকে ইস্তফার দাবিতে শনিবার আন্দোলন করে কয়েকশো ছাত্রী। ঢাকায় হাই কোর্ট ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।
advertisement
advertisement
আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। সূত্রের খবর অনুযায়ী, চাপের মুখেই পদত্যাগ করেন ৬৫ বছর বয়সী বিচারক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে পরামর্শ করেনই এই সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন: ক্যানসারে সদ্য মৃত স্ত্রী, একাধিক বিয়ে! নিজেকে পুলিশকর্মী পরিচয় দিত আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়
advertisement
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারও পদত্যাগ করেছেন। কিন্তু পদের গুরুত্ব বিবেচনা করে তার পদত্যাগ গৃহীত হয়নি বলে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন। কয়েক দিন আগে চারজন ডেপুটি গভর্নরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রায় ৩০০ থেকে ৪০০ ব্যাঙ্ক কর্মী পদত্যাগ করতে বাধ্য হন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2024 5:27 PM IST