Turkey earthquake: মৃত্যু মিছিলেও নিষ্ঠুর পাকিস্তান! তুরস্কগামী ভারতীয় বিমানকে দিল না আকাশ পথ ব্যবহারের অনুমতি
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এর আগে আফগানিস্তানে গম নিয়ে যাওয়া একটি ভারতীয় বিমানকে পাকিস্তান একই ভাবে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি৷
নয়াদিল্লি: চার হাজারের বেশি মানুষের মৃত্যু৷ কুড়ি হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা৷ ভয়াল ভূমিকম্পে বিপর্যয় নেমেছে তুরস্ক- সিরিয়ায়৷ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বহু দেশ৷ তার মধ্যে রয়েছে ভারতও৷ কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানেই৷
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের খবর আসার পরই শোকবার্তা দিয়ে ইস্তানবুলের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তুরস্কে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ-এর একটি দলকে উদ্ধারকাজে সাহায্যের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷
আরও পড়ুন: মৃত চার হাজার, তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে ২০ হাজার প্রাণহানির আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
advertisement
advertisement
সেই মতো এ দিন সকালেই এনডিআরএফ-এর ১০১ জন সদস্যকে নিয়ে ভারতীয় বায়ুসেনার একটি সি-১৭ বিমান তুরস্কের উদ্দেশে রওনা দেয়৷ কম সময়ের মধ্যে তুরস্কে পৌঁছতে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চায় বিমানটি৷ কিন্তু ভারতীয় বিমান হওয়ায় সেই অনুমতি দেয়নি পাকিস্তান৷ ফলে বাধ্য হয়েই ঘুরপথে যেতে হয় বিমানটিকে৷
এমনিতে কোনও ভারতীয় বিমানকেই নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়না পাকিস্তান৷ কিন্তু যেহেতু ত্রাণ সামগ্রী এবং উদ্ধারকারী দল নিয়ে এই বিমানটি উড়েছিল, তাই আশা করা হয়েছিল অন্তত মানবিকতার খাতিরে এই বিমানটিকে অন্তত নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে পাকিস্তান৷ কিন্তু সে পথে হাঁটেনি তারা৷
advertisement
তবে এই প্রথম নয়, এই নিয়ে দ্বিতীয়বার মানবিক কারণে অনুমতি চাইলেও ভারতীয় বিমানকে পাকিস্তান নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না বলে অভিযোগ৷ এর আগে আফগানিস্তানে গম নিয়ে যাওয়া একটি ভারতীয় বিমানকে পাকিস্তান একই ভাবে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি৷
advertisement
শুধু উদ্ধারকারী দল পাঠানো নয়, তুরস্কের ভূমিকম্পে আহতদের চিকিৎসায় মেডিক্যাল টিম পাঠাচ্ছে ভারতীয় সেনা৷ আগরার আর্মি ফিল্ড হাসপাতালের ৮৯ জনের একটি দল তুরস্ক যাচ্ছে৷ এই দলে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, অস্থি বিশেষজ্ঞ, শল্য চিকিৎসকরা থাকছেন৷ এর পাশাপাশি এক্স রে মেশিন, ভেন্টিলেটর, কার্ডিয়াক মনিটর, অক্সিজেন প্ল্যান্টও থাকছে৷ আহতদের চিকিৎসায় তিরিশ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করার সাজ সরঞ্জাম নিয়ে তুরস্ক যাচ্ছে এই মেডিক্যাল টিম৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
February 07, 2023 1:32 PM IST