Turkey earthquake: মৃত্যু মিছিলেও নিষ্ঠুর পাকিস্তান! তুরস্কগামী ভারতীয় বিমানকে দিল না আকাশ পথ ব্যবহারের অনুমতি

Last Updated:

এর আগে আফগানিস্তানে গম নিয়ে যাওয়া একটি ভারতীয় বিমানকে পাকিস্তান একই ভাবে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি৷

মৃত্যু মিছিলেও অনড় পাকিস্তান৷
মৃত্যু মিছিলেও অনড় পাকিস্তান৷
নয়াদিল্লি: চার হাজারের বেশি মানুষের মৃত্যু৷ কুড়ি হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা৷ ভয়াল ভূমিকম্পে বিপর্যয় নেমেছে তুরস্ক- সিরিয়ায়৷ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বহু দেশ৷ তার মধ্যে রয়েছে ভারতও৷ কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানেই৷
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের খবর আসার পরই শোকবার্তা দিয়ে ইস্তানবুলের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তুরস্কে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ-এর একটি দলকে উদ্ধারকাজে সাহায্যের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷
advertisement
advertisement
সেই মতো এ দিন সকালেই এনডিআরএফ-এর ১০১ জন সদস্যকে নিয়ে ভারতীয় বায়ুসেনার একটি সি-১৭ বিমান তুরস্কের উদ্দেশে রওনা দেয়৷ কম সময়ের মধ্যে তুরস্কে পৌঁছতে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চায় বিমানটি৷ কিন্তু ভারতীয় বিমান হওয়ায় সেই অনুমতি দেয়নি পাকিস্তান৷ ফলে বাধ্য হয়েই ঘুরপথে যেতে হয় বিমানটিকে৷
এমনিতে কোনও ভারতীয় বিমানকেই নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়না পাকিস্তান৷ কিন্তু যেহেতু ত্রাণ সামগ্রী এবং উদ্ধারকারী দল নিয়ে এই বিমানটি উড়েছিল, তাই আশা করা হয়েছিল অন্তত মানবিকতার খাতিরে এই বিমানটিকে অন্তত নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে পাকিস্তান৷ কিন্তু সে পথে হাঁটেনি তারা৷
advertisement
তবে এই প্রথম নয়, এই নিয়ে দ্বিতীয়বার মানবিক কারণে অনুমতি চাইলেও ভারতীয় বিমানকে পাকিস্তান নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না বলে অভিযোগ৷ এর আগে আফগানিস্তানে গম নিয়ে যাওয়া একটি ভারতীয় বিমানকে পাকিস্তান একই ভাবে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি৷
advertisement
শুধু উদ্ধারকারী দল পাঠানো নয়, তুরস্কের ভূমিকম্পে আহতদের চিকিৎসায় মেডিক্যাল টিম পাঠাচ্ছে ভারতীয় সেনা৷ আগরার আর্মি ফিল্ড হাসপাতালের ৮৯ জনের একটি দল তুরস্ক যাচ্ছে৷ এই দলে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, অস্থি বিশেষজ্ঞ, শল্য চিকিৎসকরা থাকছেন৷ এর পাশাপাশি এক্স রে মেশিন, ভেন্টিলেটর, কার্ডিয়াক মনিটর, অক্সিজেন প্ল্যান্টও থাকছে৷ আহতদের চিকিৎসায় তিরিশ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করার সাজ সরঞ্জাম নিয়ে তুরস্ক যাচ্ছে এই মেডিক্যাল টিম৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey earthquake: মৃত্যু মিছিলেও নিষ্ঠুর পাকিস্তান! তুরস্কগামী ভারতীয় বিমানকে দিল না আকাশ পথ ব্যবহারের অনুমতি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement