#নয়াদিল্লি: সোমবার সকালে তুরস্কের দক্ষিণাঞ্চলে ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্কের সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় এই ভূমিকম্পের প্রভাব পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নুরদা, তুরস্কের ২৬ কিলোমিটার পূর্বে, গাজিয়ানটেপের কাছে, যেখানে জনসংখ্যা প্রায় দুই মিলিয়ন। এই ভূমিকম্পের অভিঘাত যেখানে আছড়ে পড়েছে সেখানে ৫ লক্ষ সিরীয় শরণার্থী রয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা দেখে মনে করা হচ্ছে, বড় পরিসরে জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে তুরস্ক সরকার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে সকালের ভূমিকম্পের কম্পন সিরিয়া, লেবানন, ইরাক, ইজরায়েল, প্যালেস্তাইন এবং সাইপ্রাসে অনুভূত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া বাড়িঘর। মৃত্যু ও হতাহতের বিষয়ে কোনও অফিসিয়াল খবর নেই তবে শক্তিশালী এই ভূমিকম্পের কারণে আশঙ্কা করা হচ্ছে।
BREAKING: First footage is emerging after a M7.8 earthquake in central Turkey.#Turkey #Earthquake pic.twitter.com/5nJL41NFhO
— Global News Network (@GlobalNews77) February 6, 2023
সোশ্যাল মিডিয়ায় পাওয়া ভিডিও ফুটেজে চারদিকে ধসে পড়া বাড়িঘর মানুষের চিৎকার আর আতঙ্কের ছবি৷ নিউজ ১৮ ইন্ডিয়া এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি৷ সোশ্যাল মিডিয়ায়
Allah'ım beterinden korusun 🙏 7.8 şiddetinde deprem 😔#Gaziantep #Kahramanmaraş #Osmaniye #Adıyaman #Diyarbakir #Şanlıurfa #Adana #Antakya #Ankara #DepremOldu #earthquake #Kandilli #TümTürkiye #Sallandık # pic.twitter.com/0SnnHQTjIN
— Hakkım Hakkım (@hakkimhakkim) February 6, 2023
জার্মান রিসার্চ সেন্টার অব জিওসায়েন্সের সংস্থা রয়টার্স একে ৭.৭ মাত্রার ভূমিকম্প বলেছে। GFG-এর মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির 10 কিলোমিটার নীচে। গাজিয়ানটেপের কাছে ভূমিকম্পের কম্পন পুরো এলাকায় অনুভূত হয়।
আরও পড়ুন - Weather Update Bankura: কখনও ঠান্ডা, কখনও গরম বাঁকুড়ার আবহাওয়া দারুণ নাটক করছে,রইল আপডেট
তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি জানায়, ভূমিকম্পের পর মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হয়। একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়।
আরেকটি ইউএসজিএস আপডেটে বলা হয়েছে, মধ্য তুরস্কে শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে যেখানে ৯.৯ কিলোমিটার গভীরে আরেকটি ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি দক্ষিণ তুরস্কে প্রথম ভূমিকম্পের ১১ মিনিট পরে ঘটেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় ভোর ৪.১৭ মিনিটে ভূমিকম্পের প্রথম কম্পনটি আসে।
১৫ মিনিট পর মধ্য তুরস্কে ভূমিকম্পের দ্বিতীয় কম্পন অনুভূত হয়। তুরস্ক এবং অন্যান্য আশেপাশের সীমান্তবর্তী সিরিয়ার এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Turkey, Viral Video