আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ১৩ ডিগ্রি সেলসিয়াস। ৬টা ১৯ বেজে সূর্যোদয় হয়েছে। আকাশও বেশ পরিষ্কার। রাতের দিকে শীত অনুভূত হলেও দিনের বেলায় স্পষ্ট বোঝা যাচ্ছে আগমনী গ্রীষ্মের দাবদাহ। সামান্য বেলা বাড়তেই সূর্যের তীক্ষ্ণ দৃষ্টিতে অনুভূত হচ্ছে গরম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
এই রকম সিজন চেঞ্জের আবহাওয়ায় শরীর খারাপ হচ্ছে অনেকেরই। সর্দি আর তার সঙ্গে জ্বরকে নিত্য সঙ্গী করেই এগিয়ে চলছে বাঁকুড়া জেলার সাধারণ মানুষ। আগামীকাল আবহাওয়ার সূচক একই রকম থাকবে বলে জানা যাচ্ছে। বাঁকুড়া শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স দিন দিন অবনতির পথে গিয়েছিল আগের মাস যা বেলা ৭টার সময় আজ অনেকটাই কমে গিয়েছে তবুও সকাল ৭ টায় সূচক ১৯১ এ দাঁড়িয়েছে যা বেলার দিকে রুদ্রমূর্তি ধারণ করবে বলে জানা যাচ্ছে।