শপিং মলে ঢুকে মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করে আবার বোতলে ভরে দিলেন মহিলা! দেখুন ভিডিও
Last Updated:
সেই বোতলটি যথাস্থানে রেখে চলেও যান মহিলা ৷ তাঁর মুখ দেখেই বোঝা যাচ্ছিল, কাজটি করে যথেষ্ট আহ্লাদিত হয়েছেন তিনি ৷
#ওয়াশিংটন: এক মহিলার কাণ্ড দেখে তাজ্জব বনে গিয়েছে নেটদুনিয়া ৷ শপিং মলের ক্যামেরায় ধরা পড়েছে তাঁর এই অদ্ভুত কাণ্ড ৷
ভিডিওতে দেখা যাচ্ছে শপিং মলের তাকে থরে থরে সাজানো রয়েছে নানারকম মাউথ ওয়াশ ৷ এক মহিলা সে দিকেই হেঁটে এলেন ৷ স্মার্টলি একটি মাউথ ওয়াশের ঢাকনি খুলে ফেললেন ৷ এরপর মাউথ ওয়াশ নিয়ে মুখ কুলকুচিও করলেন ৷ এরপরের ঘটনা আরও চমকে দিয়েছে সবাইকে ৷ কুলকুচি করার পর ওই মাউথওয়াশের বোতলের মধ্যেই তিনি মুখ থেকে তা ঢুকিয়ে দেন ৷ আবার সেই বোতলটি যথাস্থানে রেখে চলেও যান মহিলা ৷ তাঁর মুখ দেখেই বোঝা যাচ্ছিল, কাজটি করে যথেষ্ট আহ্লাদিত হয়েছেন তিনি ৷
advertisement
you bitches with no oral hygiene could take a hint pic.twitter.com/IaMOC1caid
— Bameron Nicole Smith (@bameronkaii) July 3, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2019 7:23 PM IST