শনিবার রাত ৮ টায়, দক্ষিণ জাপানের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ জানা গেছে জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া শেষ, হার মানলেন তাজিমা ৷
১৯০০ এর ৪ অগাস্ট দক্ষিণ জাপানের কিকাইয়ে জন্মগ্রহণ করেছিলেন তাজিমা ৷ আজ থেকে প্রায় ৭ মাস আগে বায়লেট ব্রাউনের মৃত্যু হয় ৷ তারপর থেকেই পৃথিবীর সব থেকে প্রবীণ মানুষ তিনিই ৷ বায়লেট ব্রাউন ১১৭ বছর বয়সে মারা গিয়েছিলেন ৷
আমেরিকার এক গবেষণা সংস্থা জানিয়েছে এখন জাপানেরই এক মহিলা শিয়ো য়েশিদাই পৃথিবীর সবথেকে প্রবীণতম ব্যাক্তি ৷ তাঁর বয়স ১১৬ বছর ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।