Home /News /international /
পৃথিবীর প্রবীণতম মানুষের মৃত্য়ু

পৃথিবীর প্রবীণতম মানুষের মৃত্য়ু

পৃথিবীর সব থেকে প্রবীণার ১১৭ বছর বয়সে মৃত্যু

পৃথিবীর সব থেকে প্রবীণার ১১৭ বছর বয়সে মৃত্যু

পৃথিবীর সব থেকে প্রবীণের মৃত্যু ৷ ১১৭ বছর বয়সে পৃথিবীকে আলবিদা বললেন দক্ষিণ জাপানের এই প্রবীণা, মৃতার নাম নবি তাজিমা ৷

  • Share this:
    #দক্ষিণ জাপান: পৃথিবীর সব থেকে প্রবীণার মৃত্যু ৷ ১১৭ বছর বয়সে পৃথিবীকে আলবিদা বললেন দক্ষিণ জাপানের এই প্রবীণা, মৃতার নাম নবি তাজিমা ৷ আরও পড়ুন   কিমের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হলে বৈঠক বাতিল, হুমকি ট্রাম্পের ১৯০০ এর ৪ অগাস্ট দক্ষিণ জাপানের কিকাইয়ে জন্মগ্রহণ করেছিলেন তাজিমা ৷ আজ থেকে প্রায় ৭ মাস আগে বায়লেট ব্রাউনের মৃত্যু হয় ৷ তারপর থেকেই পৃথিবীর সব থেকে প্রবীণ মানুষ তিনিই ৷ বায়লেট ব্রাউন ১১৭ বছর বয়সে মারা গিয়েছিলেন ৷ আমেরিকার এক গবেষণা সংস্থা জানিয়েছে এখন জাপানেরই এক মহিলা শিয়ো য়েশিদাই পৃথিবীর সবথেকে প্রবীণতম ব্যাক্তি ৷ তাঁর বয়স ১১৬ বছর ৷
    First published:

    Tags: Died, Oldest person, South Japan

    পরবর্তী খবর