রানির বিয়েতে নিজামের উপহার, আজীবন সেই হারই শোভা পেল এলিজাবেথের গলায়
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
১৯৪৭ সাল। রানির বিয়ে। ভারত তখনও ব্রিটিশ শাসকের দ্বারা পরাধীন। সেই সময়ে হায়দরাবাদের গদিতে ছিলেন সপ্তম আসফ। বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য ধনী ব্যক্তি ছিলেন তিনি।
#স্কটল্যান্ড: ব্রিটেনে একটি যুগের অবসান। বৃহস্পতিবার দুপুরে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। শোকের ছায়া সে দেশে। শুধু তা-ই নয়, গত কয়েক ঘণ্টা ধরে রানির চর্চায় মগ্ন গোটা পৃথিবী।
৭০ বছর একটানা সিংহাসনে আসীন ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছরের রানির মৃত্যুর পর তাঁর সিংহাসন, সম্পত্তি কার হস্তগত হবে, এই নিয়ে বিস্তর আলোচনায় ব্যস্ত নেটদুনিয়া।
তাঁরই মাঝে জানা গেল এক চমকপ্রদ তথ্য। রানির অঢেল সম্পত্তির মধ্যে একখানি হারের সঙ্গে সম্পর্ক রয়েছে ভারতের। যেই হারটি তিনি পেয়েছিলেন হায়দরাবাদের এক নিজামের (সপ্তম আসফ জাহ্) কাছ থেকে।
advertisement
advertisement
১৯৪৭ সাল। রানির বিয়ে। ভারত তখনও ব্রিটিশ শাসকের দ্বারা পরাধীন। সেই সময়ে হায়দরাবাদের গদিতে ছিলেন সপ্তম আসফ। বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য ধনী ব্যক্তি ছিলেন তিনি। ফলে সেই সয়ে রাজকন্যাকে অত মূল্যবান উপহার দেওয়ার ক্ষমতা ছিল নিজামের।
advertisement
লন্ডনের বিখ্যাত হীরে জহুরিকে নির্দেশ দিয়েছিলেন, রানি তাঁদের সম্ভার থেকে নিজের পছন্দসই গয়না বেছে নেবেন। সেটাই হবে তাঁর বিয়ের উপহার।
সেই হার তৈরি হয়েছিল প্ল্যাটিনামের উপর ৩০০টি হীরে দিয়ে। পরবর্তী কালে রানি তাঁর নাতবউ ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটনকে হারটি পরতে দিয়েছিলেন। হারটি তৈরি করা হয়েছিল ১৯৩৫ সালে।
আরও পড়ুন: রাজমহিমার মতোই যানবাহনের আড়ম্বর! রানি দ্বিতীয় এলিজাবেথের গাড়ির সম্ভার দেখলে চোখ কপালে উঠবে!
advertisement
এ ছাড়াও নিজাম হায়দরাবাদের বিখ্যাত একটি প্ল্যাটিনামের টায়রাও উপহার দিয়েছিলেন দ্বিতীয় এলিজাবেথকে। তাতে আবার হীরে দিয়ে তৈরি তিনটি গোলাপের আকারে ব্রোচ ছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2022 3:31 PM IST