Queen Elizabeth Death|| ফিরে আসবেন রানি এলিজাবেথ! রুপোলি পর্দায় এই অভিনেত্রীদের জন্যই জীবন্ত হয়ে উঠবেন

Last Updated:

তাঁর চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলেছেন নামজাদা সব অভিনেত্রীরা। তাই দেখে নেওয়া যাক, সেই সব তাবড় অভিনেত্রীদের তালিকা।

#লন্ডনঃ ব্রিটিশ রাজপরিবারে যেন একটা যুগের অবসান ঘটল। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার রাতে ৯৬ বছর বয়সে মৃত্যু হল রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II)। ব্রিটেনের ইতিহাসে তিনিই সবথেকে বেশি সময় ধরে শাসন চালিয়েছেন।
মাত্র ২১ বছর বয়সেই প্রিন্স ফিলিপের (Prince Philip) সঙ্গে বিয়ে হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের। এই রাজদম্পতি আমৃত্যু একসঙ্গেই দাম্পত্যজীবন কাটিয়েছেন। এর পর ১৯৫২ সালে রানি হিসেবে সিংহাসনে অভিষেক ঘটে দ্বিতীয় এলিজাবেথের। তখন তিনি মাত্র ২৫ বছরের যুবতী। সেই সময় থেকে প্রায় ৭০ বছর ধরে সিংহাসনে বসে শাসন চালিয়েছেন রানি।
আরও পড়ুনঃ গয়নার দোকান হার মানবে! থরে থরে রাখা অনুব্রতর কালীর গয়না! র‍্যাডারে স্বর্ণকার
আর এই সময়টায বহু বার রানি দ্বিতীয় এলিজাবেথ ফুটে উঠেছেন রুপোলি পর্দাতেও। আর তাঁর চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলেছেন নামজাদা সব অভিনেত্রীরা। তাই দেখে নেওয়া যাক, সেই সব তাবড় অভিনেত্রীদের তালিকা।
advertisement
advertisement
ডেম হেলেন মিরেন (Dame Helen Mirren): ‘দ্য ক্যুইন’:
কিংবদন্তী অভিনেত্রী হেলেন মিরেন পর্দায় অবিশ্বাস্য সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন ব্রিটেনের রানিকে। ছবির নাম ‘দ্য ক্যুইন’। রানির সৌন্দর্য্য এবং সহজাত গৌরবকে সাবলীল ভাবেই যেন জীবন্ত করে তুলেছিলেন মিরেন। এই ছবির গল্প বোনা হয়েছে যুবরানি ডায়নার (Diana, Princess of Wales) মৃত্যু-পরবর্তী পরিস্থিতি ঘিরে। রানির ভূমিকায় অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন মিরেন। সেই সঙ্গে খোদ রানির সঙ্গে ডিনার করার ডাক এসেছিল।
advertisement
জিনেট চার্লস (Jeannette Charles): ‘অস্টিন পাওয়ারস গোল্ডমেম্বার’, ‘ন্যাশনাল লাম্পুন’ এবং আরও নানা:
রানি দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে তৈরি হওয়া বেশির ভাগ ছবিতেই তাঁর ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী জিনেট চার্লস। এমনকী এর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নামও রয়েছে তাঁর। আসলে রানির সঙ্গে চেহারার অদ্ভুত এক মিল রয়েছে এই ব্রিটিশ অভিনেত্রীর। এমনকী নিজের প্রথম অভিনয় করা ছবি ‘লরিয়টস টেলিক্যাবিনেট’-এও তিনি অবতীর্ণ হন রানির ভূমিকায়। এর পর বিভিন্ন ছবিতেই তাঁকে রানি দ্বিতীয় এলিজাবেথের ভূমিকায় হামেশাই দেখা গিয়েছে।
advertisement
রাজকুমারী এলিজাবেথের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী সারা গেডন। ২০১৫ সালের ব্রিটিশ কমেডি ড্রামা আ রয়্যাল নাইট আউট-এ অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ছবির পটভূমিতে রয়েছে রাজকন্যা এলিজাবেথ এবং তাঁর অবাধ্য ছোট বোন রাজকন্যা মার্গারেট। ইউরোপ ডে-র এক রাতে দুই বোনে রাতে বেরিয়েছিলেন আনন্দ করতে। এ-ভাবেই ছবির গল্প সুন্দর ভাবে বোনা হয়েছে। পর্দায় যুবতী, রোমাঞ্চপ্রেমী এবং আবেগপ্রবণ রাজকন্যার চরিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন সারা।
advertisement
ক্লেয়ার ফয় (Claire Foy): ‘দ্য ক্রাউন’:
দ্য ক্রাউন-এর প্রথম দুই সিজনে দেখা গিয়েছে ব্রিটিশ রানির দুই দশকের জীবন। এর মধ্যে ছিল ফিলিপের সঙ্গে তাঁর বিয়ের পর্ব, প্রধানমন্ত্রী হিসেবে উইনস্টন চার্চিলের মেয়াদ, ফিলিপের সম্পর্কের গুজব, পিটার টাউনসেন্ডের সঙ্গে মার্গারেটের সম্পর্ক প্রভৃতি বিষয়। ছবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের ভূমিকায় অভিনয় করেছেন ক্লেয়ার ফয়।
advertisement
অলিভিয়া কোলম্যান (Olivia Colman): ‘দ্য ক্রাউন’
দ্য ক্রাউন-এর তৃতীয় এবং চতুর্থ সিজনে আবার রানি দ্বিতীয় এলিজাবেথের ভূমিকায় অভিনয় করেছেন অলিভিয়া কোলম্যান। ক্লেয়ার ফয়ের পরে এই ছবিতে তিনি অবশ্য ভক্তদের নিরাশ করেননি। কঠিন পরিস্থিতিতে ৬০ দশকে এক নারীকে আশ্চর্য সুন্দর ভাবে একটা দেশ চালাতে দেখা গিয়েছে। আর সেটাই পর্দায় আরও জীবন্ত করে তুলেছেন অভিনেত্রী অলিভিয় কোলম্যান। আর এই চরিত্রের জন্য গোল্ডেন গ্লোব এবং এমি পুরস্কার জিতেছেন কোলম্যান।
advertisement
দ্য় ক্রাউন ছবির পঞ্চম এবং ষষ্ঠ সিজনও আসবে। সেখানে রানি দ্বিতীয় এলিজাবেথ-এর ভূমিকায় দেখা যাবে ইমেলদা স্টনটন (Imelda Staunton)-কে। ফলে এই তালিকায় জায়গা করে নেবেন এই অভিনেত্রীও।
অ্যানিমেটেড ছবিতেও ছিলেন রানি:
বিভিন্ন ফিল্ম এবং সিরিজ ছাড়াও ২০১৯-এর একটি অ্যানিমেটেড ফিল্ম দ্য ক্যুইনস কর্গিতে দেখা গিয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথকে। জুলি ওয়ালটারস (Julie Walters) তাঁর গলা দিয়েছিলেন।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Queen Elizabeth Death|| ফিরে আসবেন রানি এলিজাবেথ! রুপোলি পর্দায় এই অভিনেত্রীদের জন্যই জীবন্ত হয়ে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement