কিশোরের শরীর ছিঁড়ে খেল সিংহ, পাওয়া গেল রক্তভেজা খুলি!

Last Updated:

মর্মান্তিক পরিণতি কিশোরের

#লাহোর: দু'দিন ধরে বাড়ি ফেরেনি কিশোর, হন্যে হয়ে খুঁজছিল পরিবার ৷ অবশেষে সিংহের খাঁচা থেকে উদ্ধার হল সেই দেহ ৷ দেহ না বলে বরং বলা ভালো দেহাবশেষ ৷
লাহোরের চিড়িয়াখানা থেকে উদ্ধার হল মহম্মদ বিলালের মৃতদেহ ৷ ১৭ বছরের কিশোর পশুপালক ৷ কী করে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে না জানা গেলেও যে ভার্সন পাওয়া যাচ্ছে চিড়িয়াখান করত্ৃপক্ষের থেকে ৷তাদের দাবি সিংহের এনক্লোজারের বাইরে যে সীমা রয়েছে তা কোনওভাবে টপকে যায় মহম্মদ বিলাল ৷
Photo- Collected Photo- Collected
advertisement
advertisement
যদিও বিলালের এলাকাবাসী জানিয়েছে চিড়ায়াখানা কর্মচারীদের দক্ষতাহীণতার কারণেই এভাবে মৃত্যু হয়েছে কিশোরের ৷ ১৯৮২ সালে রাজ্য সরকারি উদ্যোগে লাহোরে এই চিড়িয়াখানাটি তৈরি হয়েছিল ৷ এটা পাকিস্তানের সবচেয়ে বড় চিড়ায়াখানা ৷
advertisement
চিড়িয়াখানার ডিরেক্টর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন মঙ্গলবার রাতে এলাকাবাসী চিড়িয়াখানায় এসে ছেলেটির খোঁজ করছিলেন ৷ তিনি বলেন তিনি তখন জানিয়েছিলেন যে তখন অনেক রাত হয়ে গিয়েছিল তখন খোঁজ করতে গেলে তা বিপদজনক হয়ে যেত ৷
বুধবার সকালে তল্লাশি চালানো শুরু হয় ৷ তখন কর্মচারীরা দেখতে পান একটি রক্তে ভেজা মরার খুলি! তারপর সেখান থেকে কিছু হাড়ের টুকরো ও পোশাকের ছেঁড়া অংশ খুঁজে পাওয়া যায় ৷সেই ছেঁড়া কাপড়ের অংশ দেখে এলাকাবাসী নিহতে চিহ্নিত করেন ৷
advertisement
নিহতের পরিবারের লোক জানিয়েছে মঙ্গলবার বিকেলে ঘাস কাটতে বেরিয়েছিল ছেলেটি ৷ যা নিজের পশুদের ও খাওয়াতো ৷ বিলালের দেহাবশেষ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কিশোরের শরীর ছিঁড়ে খেল সিংহ, পাওয়া গেল রক্তভেজা খুলি!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement