কিশোরের শরীর ছিঁড়ে খেল সিংহ, পাওয়া গেল রক্তভেজা খুলি!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মর্মান্তিক পরিণতি কিশোরের
#লাহোর: দু'দিন ধরে বাড়ি ফেরেনি কিশোর, হন্যে হয়ে খুঁজছিল পরিবার ৷ অবশেষে সিংহের খাঁচা থেকে উদ্ধার হল সেই দেহ ৷ দেহ না বলে বরং বলা ভালো দেহাবশেষ ৷
লাহোরের চিড়িয়াখানা থেকে উদ্ধার হল মহম্মদ বিলালের মৃতদেহ ৷ ১৭ বছরের কিশোর পশুপালক ৷ কী করে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে না জানা গেলেও যে ভার্সন পাওয়া যাচ্ছে চিড়িয়াখান করত্ৃপক্ষের থেকে ৷তাদের দাবি সিংহের এনক্লোজারের বাইরে যে সীমা রয়েছে তা কোনওভাবে টপকে যায় মহম্মদ বিলাল ৷

advertisement
advertisement
যদিও বিলালের এলাকাবাসী জানিয়েছে চিড়ায়াখানা কর্মচারীদের দক্ষতাহীণতার কারণেই এভাবে মৃত্যু হয়েছে কিশোরের ৷ ১৯৮২ সালে রাজ্য সরকারি উদ্যোগে লাহোরে এই চিড়িয়াখানাটি তৈরি হয়েছিল ৷ এটা পাকিস্তানের সবচেয়ে বড় চিড়ায়াখানা ৷
advertisement
চিড়িয়াখানার ডিরেক্টর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন মঙ্গলবার রাতে এলাকাবাসী চিড়িয়াখানায় এসে ছেলেটির খোঁজ করছিলেন ৷ তিনি বলেন তিনি তখন জানিয়েছিলেন যে তখন অনেক রাত হয়ে গিয়েছিল তখন খোঁজ করতে গেলে তা বিপদজনক হয়ে যেত ৷
বুধবার সকালে তল্লাশি চালানো শুরু হয় ৷ তখন কর্মচারীরা দেখতে পান একটি রক্তে ভেজা মরার খুলি! তারপর সেখান থেকে কিছু হাড়ের টুকরো ও পোশাকের ছেঁড়া অংশ খুঁজে পাওয়া যায় ৷সেই ছেঁড়া কাপড়ের অংশ দেখে এলাকাবাসী নিহতে চিহ্নিত করেন ৷
advertisement
নিহতের পরিবারের লোক জানিয়েছে মঙ্গলবার বিকেলে ঘাস কাটতে বেরিয়েছিল ছেলেটি ৷ যা নিজের পশুদের ও খাওয়াতো ৷ বিলালের দেহাবশেষ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2020 1:33 PM IST