‘করোনা ভাইরাসের প্রকোপ না কমলে বাতিল হতে পারে টোকিও অলিম্পিক্স’-যা বললেন IOC সদস্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জে লিগের ম্যাচ স্থগিত হয়েছে মার্চের ১৫ তারিখ অবধি
#লাওসানে: করোনার জেরে বাতিল হতে পারে টোকিও অলিম্পিক্স৷
এমনটাই ইঙ্গিত আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার ৷ IOA-কে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থার মে মাস পর্যন্ত অপেক্ষা করা হবে ৷ জাপানে আবার করোনা ভাইরাসের নতুন কেস সামনে এসেছে ৷ তাদের একটি ঘরোয়া সর্বোচ্চ মানের বিমান ফুটবল কম্পিটিশন আপাতত একমাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ৷
IOC -র এক সিনিয়র সদস্য জানিয়েছেন গেমস পিছিয়ে বা সরিয়ে দেওয়ার চেয়েও বাতিল করে দেওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি ৷ ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা এবারের অলিম্পিক গেমস ৷
advertisement
advertisement
প্রাক্তন কানাডিয়ান সাঁতার চ্যাম্পিয়ন ডিক পাউন্ডের মতে এই ধরণের ইভেন্টের আগে তিন মাসের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাওয়ার বিষয় থাকে এবারের করোনা মারণ থাবার পর হয়ত সেটা কমিয়ে জাপানকে দু মাসের মধ্যে সবকিছু নিশ্চিত করতে হবে ৷ অর্থাৎ মে -র মধ্যে এই বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত ঠিক হয়ে যাবে ৷ যদি এর মধ্যে টোকিও দেখাতে পারে তারা মারণ রোগের ওপর আয়ত্ত আনতে পেরেছে তাহলেই গেমস হবে ৷
advertisement
তিনি আরও বলেছেন, ‘অনেক জিনিস একসঙ্গে হতে শুরু হয়েছে এই সময়ে নিজেদের সুরক্ষা শুরু করতে হবে ৷ আপনাকে খাবারের ব্যবস্থা করেত হবে, অলিম্পিক ভিলেজ, হোটেলের ব্যবস্থা করতে হবে ৷ সংবাদমাধ্যমের জন্য স্টুডিও তৈরি করতে হবে ৷’
advertisement
‘যদি এই নির্ধারিত সময়ের মধ্যে টোকিও যদি সব ঠিক না করতে পারে তাহলে বাতিল করে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না ৷ ’
মঙ্গলবার জাপানে ফের নতুন করে তিনটি করোন ভাইরাসের ঘটনা সামনে এসেছে ৷ টিক টোকিও-র উত্তরে থাকা শহরেই এই কেস হয়েছে ৷ এই মুহূ্র্তে জাপানে একাধিক স্পোর্টিং ইভেন্ট হয় বাতিল নয় পিছিয়ে দেওয়া হচ্ছে ৷ জে লিগের ম্যাচ মার্চের ১৫ তারিখ অবধি স্থগিত রাখা হয়েছে ৷ ২০১১ -ভূমিকম্প ও সুনামির পর এবারই এতগুলি ইভেন্ট একসঙ্গে পিছিয়ে রাখা হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2020 2:43 PM IST