#কলকাতা : ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের জন্য ভ্যেনু স্থির হয়েছিল আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম ৷ মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের জন্য এর চেয়ে ভালো ভ্যেনু আর কী বা হতে পারত ৷ মোতেরা স্টেডিয়ামকে পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম বলে দাবি করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে ৷
মোতেরা স্টেডিয়ামের অন্য নাম সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম ৷ ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছিলেন এই স্টেডিয়ামে ৷ মোতারার দর্শকাসন ১, ১০ হাজার ৷ এটা নিশ্চিতভাবে েখন পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ৷ তবে এটা পৃথিবীর সর্ববৃহৎ স্টেডিয়াম নয় ৷ উত্তর কোরিয়ার রাঙ্গারদো মে ডে স্টেডিয়াম সবচেয়ে বড় স্টেডিয়াম দর্শকাসনের নিরিখে ৷ এখানে দেড় লক্ষ মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন ৷ এতে অবশ্য খেলার চেয়ে বেশি মিলিটারি প্যারেড ও গণ সম্মেলন হয় ৷ এই স্টেডিয়ামটি একটি দ্বীপে রয়েছে ৷
আরও পড়ুন - পরণে শুধুই শার্ট,তারও বুকের বোতাম খোলা, নিজের জন্মদিনে ‘উষ্ণ’ ছবি পোস্ট উর্বশী, দেখুন অ্যালবাম
মোতেরার আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা MCG ছিল সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ৷ সেখানে একসঙ্গে এক লক্ষ মানুষ বসে খেলা দেখতে পারেন ৷ ১৯৮৩ সালে মোতেরা স্টেডিয়াম তৈরি হয়েছিল ৯ মাস ধরে ৷ এবার ২০১৬ থেকে পুর্ননির্মানের কাজ শুরু হয়েছিল ৷ সেই সময়ের গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এই বড় স্টেডিয়ামের স্বপ্ন দেখেছিলেন ৷
ভারতীয় ক্রিকেটের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়াম ৷ এই ভ্যেনুতেই পৃথিবীর ক্রিকেট ইতিহাসে প্রথম ১০ হাজার রানের মালিক হয়েছিলেন সুনীল গাভাসকর ৷ সচিন নিজের ক্রিকেট কেরিয়ারে ২০ বছর পূর্ণ করেছিলেন ৷ ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিলদেব রিচার্ড হ্যাডলির সর্বোচ্চ ৪৩১ উইকেট টপকেছিলেন এখানেই ৷
ডোনাল্ড ট্রাম্প মোতেরা স্টেডিয়ামের আয়োজন দেখে রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন ৷ এর আগে মোতেরায় দর্শকাসন ছিল ৪৯ হাজার ৷ পুরো স্টেডিয়ামটি ৬৪ একর জমির ওপর রয়েচে ৷ এখানে ক্লাবহাউস ছাড়া অলিম্পিক্সের সাইজের সুইমিং পুল রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Motera Stadium, ক্রিকেট, মোতেরা স্টেডিয়াম