মোতেরা নয়! বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম রয়েছে অন্য কোথাও...

Last Updated:

‘হেথা নয়, হেথা নয়, অন্য কোথাও অন্য কোনখানে’

#কলকাতা : ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের জন্য ভ্যেনু স্থির হয়েছিল আহমেদাবাদের  মোতেরা স্টেডিয়াম ৷ মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের জন্য এর চেয়ে ভালো ভ্যেনু আর কী বা হতে পারত ৷ মোতেরা স্টেডিয়ামকে পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম বলে দাবি করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে ৷
মোতেরা স্টেডিয়ামের অন্য নাম সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম ৷ ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছিলেন এই স্টেডিয়ামে ৷ মোতারার দর্শকাসন ১, ১০ হাজার ৷ এটা নিশ্চিতভাবে েখন পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ৷ তবে এটা পৃথিবীর সর্ববৃহৎ স্টেডিয়াম নয় ৷ উত্তর কোরিয়ার রাঙ্গারদো মে ডে স্টেডিয়াম সবচেয়ে বড় স্টেডিয়াম দর্শকাসনের নিরিখে ৷ এখানে দেড় লক্ষ মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন ৷ এতে অবশ্য খেলার চেয়ে বেশি মিলিটারি প্যারেড ও গণ সম্মেলন হয় ৷ এই স্টেডিয়ামটি একটি দ্বীপে রয়েছে ৷
advertisement
advertisement
মোতেরার আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা MCG ছিল সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ৷ সেখানে একসঙ্গে এক লক্ষ  মানুষ বসে খেলা দেখতে পারেন ৷ ১৯৮৩ সালে মোতেরা স্টেডিয়াম তৈরি হয়েছিল ৯ মাস ধরে ৷ এবার ২০১৬ থেকে পুর্ননির্মানের কাজ শুরু হয়েছিল ৷ সেই সময়ের গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এই বড় স্টেডিয়ামের স্বপ্ন দেখেছিলেন ৷
advertisement
ভারতীয় ক্রিকেটের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়াম ৷ এই ভ্যেনুতেই পৃথিবীর ক্রিকেট ইতিহাসে প্রথম ১০ হাজার রানের মালিক হয়েছিলেন সুনীল গাভাসকর ৷ সচিন নিজের ক্রিকেট কেরিয়ারে ২০ বছর পূর্ণ করেছিলেন ৷ ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিলদেব রিচার্ড হ্যাডলির সর্বোচ্চ ৪৩১ উইকেট টপকেছিলেন এখানেই ৷
ডোনাল্ড ট্রাম্প মোতেরা স্টেডিয়ামের আয়োজন দেখে রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন ৷ এর আগে মোতেরায় দর্শকাসন ছিল ৪৯ হাজার ৷ পুরো স্টেডিয়ামটি ৬৪ একর জমির ওপর রয়েচে ৷ এখানে ক্লাবহাউস ছাড়া অলিম্পিক্সের সাইজের সুইমিং পুল রয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
মোতেরা নয়! বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম রয়েছে অন্য কোথাও...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement