বিয়েতে হ্যারি-মেগান নিজেরাই কেক !

Last Updated:

৩০০টি ডিম, ১৫ কেজি ময়দা ও ১৫ কেজি মাখন দিয়ে তৈরি হয়েছে এই কেক ।

রাত পোহালেই বিয়ে প্রিন্স হ্যারি-মেগান মর্কেলের । কারা রয়েছেন নিমন্ত্রিতদের তালিকায়, কী পরতে চলেছেন মেগান, রয়্যাল ওয়েডিং-এর মেনুতেই বা কী থাকছে সবকিছুই এখন আলোচনার তুঙ্গে ।
এর মধ্যে রাজকুমারের বিয়েতে নিজেদের মতো করে ট্রিবিউট দিচ্ছে বিভিন্ন সংস্থা । ক্রাউন জুয়েল কন্ডোম বা মিনি হ্যাচ গাড়ি, কখনও সুশি প্ল্যাটার তৈরি করছে নামী রেস্তোরাঁ । এসবের মধ্যেই বিশেষ কেক তৈরি করে ফেলেছেন ব্রিটেনের লারা ম্যাসন ।
Image Courtesy: Facebook. Image Courtesy: Facebook.
advertisement
advertisement
Image Courtesy: Facebook. Image Courtesy: Facebook.
টানা ৬ বছর ধরে ক্রিয়েটিভ কেক মেকিং-এ হাত পাকিয়েছেন লারা । আর এবার রাজকুমারের বিয়ের জন্য কেক তৈরি করলেন তাদের আদলেই ।
এনগেজমেন্টের পর হ্যারি-মেগানের প্রথম অ্যাপিয়ারেন্সের পোশাকের সাজেই তাদের দেখা যাবে টাওয়ারিং কেকে । ৩০০টি ডিম, ১৫ কেজি ময়দা ও ১৫ কেজি মাখন দিয়ে তৈরি হয়েছে এই কেক ।
advertisement
লারা কেকের জন্য ব্যবহার করেছেন বিশেষ কাস্টম বিল্ট ফ্রেম । তার উপর ভ্যানিলা বাটারক্রিম দিয়ে জোড়া হয়েছে কেকের লেয়ার । পুরো কেক ঢেকে দিতে লেগেছে ৫০ কেজি আইসিং । শুধু ফ্রেমটা ছাড়া বাকি পুরো কেকটাই খাওয়া যাবে । আর এই কেক তৈরি করতে লারার সময় লেগেছে ২৫০ ঘণ্টা ।
advertisement
ফেসবুকে কেক তৈরির একটি ভিডিও শেয়ার করেছেন লারা ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিয়েতে হ্যারি-মেগান নিজেরাই কেক !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement