Doctor Arrest in UK: মহিলা সহকর্মীদের উপর লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ ! ব্রিটেনে ৬ বছরের কারাদণ্ড বাঙালি চিকিৎসকের

Last Updated:

Senior Heart Surgeon Amal Bose sentence to jail: ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে একাধিকবার জুনিয়র কর্মীদের নির্যাতন করেছিলেন তিনি। অবশেষে দোষী সাব্যস্ত চিকিৎসক অমল বোসের সাজা শোনাল আদালত।

Photo Courtesy: Lancashire Police
Photo Courtesy: Lancashire Police
ল্যাঙ্কাশায়ার: ৫৫ বছরের এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককে যৌন কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করে ৬ বছরের সাজা শোনাল ব্রিটেনের আদালত। ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ছিল, মহিলা সহকর্মীদের যৌন হেনস্থা করার। ২০১৭ থেকে প্রায় ৫ বছর ধরে একাধিকবার জুনিয়র কর্মীদের নির্যাতন করেছিলেন তিনি। অবশেষে দোষী সাব্যস্ত চিকিৎসকের সাজা শোনাল আদালত।
অভিযুক্ত চিকিৎসকের নাম অমল বোস। তাকে বর্ণনা করা হয় ‘সাদা পোশাকের আড়ালে থাকা এক যৌন শিকারী’ হিসেবে। তিনি ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে (Blackpool Victoria Hospital) হৃদরোগ চিকিৎসার বিভাগীয় প্রধান ছিলেন। কিন্তু ২০২৩ সালে সহকর্মীদের করা লাগাতার অভিযোগের পর তাকে বরখাস্ত করা হয়। জানা গিয়েছে, অস্ত্রোপচারের প্রস্তুতির সময় এক নার্সকে খামচে ধরেছিলেন তিনি। আরেক মহিলার দাবি ছিল, কলম খুঁজতে গিয়ে তিনি তাঁর পকেটে হাত দেন ও তাঁর বুকে হাত দিয়ে কটূক্তিও করেন।
advertisement
advertisement
অভিযুক্ত অমল বোস একজন ‘অত্যন্ত দক্ষ চিকিৎসক’ ছিলেন একথা স্বীকার করেও বিচারক জানান, এতে তার অপরাধের গুরুত্ব কমে না। সেই সঙ্গে অমলের মধ্যে নিজের অপরাধ নিয়ে কোনও অনুশোচনাও দেখা যায়নি। এরপরই আদালত তাকে ৬ বছরের সাজা শোনায়।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Doctor Arrest in UK: মহিলা সহকর্মীদের উপর লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ ! ব্রিটেনে ৬ বছরের কারাদণ্ড বাঙালি চিকিৎসকের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement