War in Ukraine: তিন দিক ঘিরে সাঁড়াশি হামলা রাশিয়ার ! দেশবাসীর কাছে তাদের ‘রক্ত’ চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Ukraine president Volodymyr Zelensky says 'we need help' and 'we need blood': আপাতত দেশবাসীকেই রাশিয়ার হামলা মোকাবিলা করার জন্য তৈরি থাকার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷
কিভ: ইউক্রেনে পরিস্থিতি এখন ভয়ঙ্কর ৷ যুদ্ধ প্রায় শুরুই হয়ে গিয়েছে ৷ পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপতর হতে পারে ৷ এই অবস্থায় আমেরিকা বা ন্যাটো বাহিনীর সাহায্য ইউক্রেন আগামী দিনে কতটা পাবে, তা তো সময়েই বলবে (War in Ukraine) ৷ আপাতত দেশবাসীকেই রাশিয়ার হামলা মোকাবিলা করার জন্য তৈরি থাকার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷ বললেন দেশের প্রত্যেক ‘ফিট’ মানুষই সেনায় অংশ নিতে পারেন ৷ কার্যত দেশবাসীর কাছে তাদের ‘রক্ত’ চাইলেন প্রেসিডেন্ট জেলেনস্কি (Ukraine president Volodymyr Zelensky says 'we need help' and 'we need blood') ৷
Грады бьют по Мариуполю. Какой ужас. pic.twitter.com/mHWaPfkcDz
— Илья Яшин (@IlyaYashin) February 24, 2022
advertisement
Cruise missile flying over Kherson pic.twitter.com/3LDTFAejIX
— Андрей (@AndreyZhukovv) February 24, 2022
advertisement
A Russian Iskander-K cruise missile being launched by #Russia towards #Ukraine. pic.twitter.com/LG3jiCOZqX
— AEROSINT Division PSF (@PSFAERO) February 24, 2022
রাশিয়াকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ বললেন, কাপুরুষচিত হামলা চালিয়েছে রাশিয়া ৷ তবে ইউক্রেনও তৈরি ৷ পাশাপাশি দেশবাসীর কাছে ইউক্রেনের প্রেসিডেন্টের অনুরোধ, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যথাযত খবরই যেন তাঁরা সর্বত্র শেয়ার করেন ৷ বৃহস্পতিবার সকালের রাশিয়ার হামলায় অনেক সেনাই আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ যদিও প্রচুর সংখ্যায় সেনা এবং বেশ কয়েকজন সাধারণ মানুষের রাশিয়ার হামলায় মৃত্যু হয়েছে, এমন খবরই ছড়িয়ে পড়েছে সর্বত্র ৷
advertisement
বৃহস্পতিবার রাশিয়া সামরিক অভিযান চালানোর পর পরই ইউক্রেনের নিরাপত্তা, অভ্যন্তরীণ, বিদেশ এবং শিক্ষামন্ত্রকের সরকারি ওয়েবসাইটগুলি একের পর এক কাজ করা বন্ধ করে দেয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, সামরিক দিক থেকে দুর্বল করে দেওয়ার পাশাপাশি সাইবার হামলা চালিয়ে ইউক্রেনকে ভিতর থেকে আঘাত করতে চাইছে রাশিয়া।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2022 4:12 PM IST

