জাপানে ভয়াবহ সুনামি, বিশাল ঢেউ আছড়ে পড়ল উপকূলে...সুনামি ছড়িয়ে পড়ছে আমেরিকার হাওয়াই পর্যন্ত...রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প

Last Updated:

ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে যে কামচাটকা অঞ্চলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সুনামি আঘাত করছে। বেড়ে গিয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং উপকূলের কাছাকাছি শহরগুলির বাড়িতেও ঢুকে গিয়েছে সমুদ্রের জল৷

News18
News18
কামচাটকা: জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে যে ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার উচ্চতার সুনামি লক্ষ্য করা গেছে, যা এখন পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ ঢেউ। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের আরও ১৬টি স্থানে সুনামি দক্ষিণ দিকে সরে যাওয়ার সাথে সাথে ৪০ সেন্টিমিটার পর্যন্ত উচ্চতার ঢেউ দেখা গেছে। উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় ৯ লক্ষ বাসিন্দাকে৷ আমেরিকার আলাস্কা, হাওয়াই দ্বীপপুঞ্জে বেজে উঠেছে সুনামি সতর্কতামূলক সাইরেন৷
বুধবার সকালে রাশিয়ার কামচাটকা প্রদেশ কেঁপে উঠেছে ভয়াবহ ভূমিকম্পে৷ তারপরেই ধেয়ে এসেছে সুনামি৷ এখন শুধু রাশিয়া নয়, রাশিয়া, জাপান, এমনকি আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলের উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সুনামি সতর্কতা৷ বুধবার সকালের ভয়াবহ সব ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ কোথাও দেখা যাচ্ছে থরথর করে কাঁপছে গোটা ঘরদোর, তো কোনও ভিডিয়োয় ভেঙে খানখান হয়ে যাচ্ছে আয়না৷
advertisement
US Geological Survey-এর রিপোর্ট অনুযায়ী বুধবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল পেত্রোপাভলভস্ক-কামচাৎস্কি এলাকা থেকে ১৩৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৭৪ কিলোমিটার গভীরে৷ আভাচা বে নামের এক শহরে৷ এই ভূমিকম্পকে পৃথিবীর সবচেয়ে ভায়নক ১০ ভূমিকম্পের একটি বলে মনে করা হচ্ছে৷ ২০১২ সালের পরে সবচেয়ে বড় এবং ভয়ানক ভূমিকম্প৷ ১৯৫২ সালের পরে রাশিয়ার এই এলাকায় এত বড় ভূমিকম্প হয়নি৷
advertisement
advertisement
ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে যে কামচাটকা অঞ্চলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সুনামি আঘাত করছে। বেড়ে গিয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং উপকূলের কাছাকাছি শহরগুলির বাড়িতেও ঢুকে গিয়েছে সমুদ্রের জল৷
advertisement
কামচাটকা উপদ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ফলে ৪ মিটার পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে। রয়টার্স জানিয়েছে, সের্গেই লেবেদেভের মতো কামচাটকার কিছু অংশে ৩ থেকে ৪ মিটার উচ্চতার ঢেউয়ের সুনামি রেকর্ড করা হয়েছে।
উপদ্বীপের দক্ষিণে অবস্থিত একটি ছোট শহর সেভেরো-কুরিলস্কে, সুনামির হুমকির কারণে কর্মকর্তারা লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
advertisement
মার্কিন কর্তৃপক্ষ আলাস্কার কিছু অংশের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। জাপানে, আবহাওয়া সংস্থা সুনামির সতর্কতা বাড়িয়ে জানিয়েছে, তিন মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
advertisement
advertisement
জাপান আবহাওয়া সংস্থার মতে, স্থানীয় সময় সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই ঢেউগুলি আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
জাপানে ভয়াবহ সুনামি, বিশাল ঢেউ আছড়ে পড়ল উপকূলে...সুনামি ছড়িয়ে পড়ছে আমেরিকার হাওয়াই পর্যন্ত...রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement