লকডাউন ভাঙলেই ধরছে রোবট, ফলও মিলছে হাতেনাতে

Last Updated:

লকডাউনের মধ্যে কেউ বাইরে বেরোলেই তাঁকে পাকড়াও করছে রোবট৷ এর পর যান্ত্রিক পদ্ধতিতেই চলছে জিজ্ঞাসাবাদ৷

আসলে তিউনিশায় লকডাউন ভঙ্গ করে কেউ যাতে বাইরে অকারণে না বের হয়, সেই নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে রোবটদের৷ তাই তিউনিশিয়ার রাস্তায় রাস্তায় যন্ত্রমানবরা ঘুরে বেড়াচ্ছে৷ লকডাউনের মধ্যে কেউ বাইরে বেরোলেই তাঁকে পাকড়াও করছে রোবট৷ এর পর যান্ত্রিক পদ্ধতিতেই চলছে জিজ্ঞাসাবাদ৷ তার পর সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র সমেত একটি রিপোর্ট তৈরি করে পুলিশের কাছে পাঠিয়ে দিচ্ছে যন্ত্রমানবরা৷
advertisement
রোবটদের সাহায্য নিয়ে লকডাউন কার্যকর করার পরিকল্পনা নিয়ে সুফল পেয়েছে তিউনিশিয়া৷ বিশ্বের বহু দেশেই যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, সেখানে তিউনিশিয়ায় ৫৫৩ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে৷ গত ১৭ মার্চ থেকে তিউনিশিয়ায় লকডাউন শুরু হয়েছে৷ বর্তমানে তা তৃতীয় সপ্তাহে পড়েছে৷ আগামী ১৯ এপ্রিল পর্যন্ত সেদেশে লকডাউন চলার কথা৷ ভারতের মতো তিউনিশিয়াতেও শুধুমাত্র জরুরি পরিষেবাই চালু রয়েছে৷
advertisement
advertisement
পি গার্ডস নামের এই রোবটগুলি শরীরে থার্মাল ইমেজ ক্যামেরা এবং লাইট ডিটেকশন প্রযুক্তি রয়েছে৷ এর ফলে রাস্তায় বেরনো যে মানুষের ছবি অতি দ্রুত তুলে নিতে সক্ষম তারা৷ ছবি তোলার পরেই সংশ্লিষ্ট ব্যক্তির কাছে গিয়ে তাঁর পরিচয়পত্র নিয়ে ইমেজ কন্ট্রোল রুমে পাঠিয়ে দিচ্ছে এই যন্ত্রমানবরা৷
advertisement
তিউনিশিয়া সরকার মনে করছে, রোবটদের দিয়ে নজরদারির কাজ চালিয়ে মানব সংস্পর্শ কমিয়ে রোগের সংক্রমণ ঠেকানো যাচ্ছে৷ পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যেও করোনা সংক্রমণের আশঙ্কা কমছে৷ তাছাড়া, পুলিশের থেকে রোবটদের মানুষ একটু হলেও বেশি ভয় পায় বলেই মনে করছে তিউনিশিয়া সরকার৷
এই যন্ত্রমানবগুলি ২০১৫ সালে তৈরি করা হয়েছিল৷ এর পর বিভিন্ন দেশে নিরাপত্তারক্ষীর কাজে তাদের ব্যবহার শুরু হয়৷ এক- একটি রোবটের দাম ৭৬ থেকে ৮০ লক্ষ টাকা৷ রাস্তায় রোবটদের সফল ব্যবহারের পর হাসপাতালেও রোবটদের ব্যবহার করার কথা ভাবছে তিউনিশিয়া সরকার৷ তবে সেখানে রোগীর পরিজনদের সাহায্য করার জন্য তাদের তৈরি করা হবে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
লকডাউন ভাঙলেই ধরছে রোবট, ফলও মিলছে হাতেনাতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement