চিনে আবার ছড়াচ্ছে রহস্যজনক রোগ! ভারতের ৬টি রাজ্যে সতর্কতা জারি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
China pneumonia outbreak: আবার মহামারী! চিনে ফের ছড়াচ্ছে এক রহস্যজনক রোগ। ভারতের ৬টি রাজ্য সতর্কতা জারি।
বেজিং: চিনে আবার ছড়িয়েছে নতুন রোগ! যার জেরে আবার ভারতের ৬টি রাজ্যে অ্যালার্ট জারি।
গত কয়েকদিন ধরে চিনে বহু শিশুর মধ্যে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। ফলে ভারত সরকার ৬টি রাজ্যে সতর্কতা জারি করেছে। রাজস্থান, কর্ণাটক, গুজরাট, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এবং হরিয়ানায় অ্যালার্ট জারি। চিনে শিশুদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভারতের এই রাজ্যগুলির হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীদের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসা রোগীদের দ্রুত মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্ণাটক সরকারও রাজ্যের জনগণকে মরশুমি ফ্লু সম্পর্কে সচেতন হতে বলেছে। এছাড়াও, মরশুমি ফ্লুর লক্ষণ, ঝুঁকির কারণ এবং কী কী করণীয় তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- পেটের ভিতর রয়ে গেল আস্ত একটা মাছি, হজম প্রক্রিয়াও ব্যর্থ, অদ্ভুত কাণ্ড
কাশি বা হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘন ঘন হাত ধোয়া, মুখ স্পর্শ না করা এবং জনবহুল স্থানে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থান স্বাস্থ্য বিভাগ জারি করা এক নির্দেশে বলেছে, পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক নয়। তবে চিকিৎসা কর্মীদের সতর্ক থাকা উচিত এবং সংক্রামক রোগের বিস্তার রোধ করা উচিত। পেডিয়াট্রিক ইউনিটে পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
এদিকে, গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী হৃষিকেশ প্যাটেল বলেছেন, চিনের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কোভিড -19 মহামারীর সময়ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল আগেভাগেই।
আরও পড়ুন- কমল ঝঞ্ঝাট, ভিসা ছাড়াই এই দেশে যেতে পারবেন ভারতীয়রা! বেড়াতে যাবেন নাকি?
উত্তরাখণ্ডের স্বাস্থ্য আধিকারিকদের শ্বাসকষ্টজনিত রোগের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের তিনটি জেলা, চামোলি, উত্তরকাশী এবং পিথোরাগড় চিনের সীমান্ত লাগোয়া।
advertisement
হরিয়ানা স্বাস্থ্য দফতরের নির্দেশে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি হাসপাতালে অস্বাভাবিক শ্বাসকষ্টের রোগী এলেই যেন তৎক্ষনাৎ ব্যবস্থা নেওয়া হয়।
তামিলনাড়ুও প্রস্তুতি বাড়াতে পদক্ষেপ নিচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালকে একই নির্দেশ দিয়েছে। রাজ্য স্বাস্থ্য বিভাগের একটি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত শিশুদের মধ্যে নিউমোনিয়ার কোনও ঘটনা ঘটেনি। তবে আধিকারিকদের সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
advertisement
২৪ নভেম্বর কেন্দ্র জানায়, চিনের বর্তমান ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি জেরে যে কোনও রকম জরুরি অবস্থার মোকাবিলার জন্য ভারত প্রস্তুত। চিনের দেশের শিশুদের মধ্যে H9N2-র প্রভাব এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 4:54 PM IST