কমল ঝঞ্ঝাট, ভিসা ছাড়াই এই দেশে যেতে পারবেন ভারতীয়রা! বেড়াতে যাওয়ার দারুণ সুযোগ

Last Updated:

ভারত ছাড়াও চিনের নাগরিকরাও একই সুবিধা পাবেন৷ রবিবার এই ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কুয়ালালামপুর: ভিসা ছাড়াই মালয়েশিয়া যেতে পারবেন ভারতীয়রা৷ আগামী ১ ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া কার্যকর হবে৷ তিরিশ দিন ভিসা ছাড়া মালয়েশিয়ায় কাটাতে পারবেন ভারতীয়রা৷
ভারত ছাড়াও চিনের নাগরিকরাও একই সুবিধা পাবেন৷ রবিবার এই ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম৷
advertisement
শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের পর চতুর্থ দেশ হিসেবে ভিসা ছাড়াই সে দেশে ভারতীয়দের প্রবেশের অনুমতি দিল মালয়েশিয়া৷ মূলত পর্যটন ব্যবসাকে আরও বাড়িয়ে অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার৷ কারণ ভিসার ঝঞ্ঝাট না থাকলে আরও বেশি সংখ্যক পর্যটক মালয়েশিয়ায় আসার সম্ভাবনা বাড়বে৷
advertisement
এ মাসের শুরুতেই ভারতীয় এবং চিনা নাগরিকদের জন্য একই ঘোষণা করেছিল করেছিল ভিয়েতনাম৷ তবে শুধু ভারত অথবা চিন নয়, জার্মানি, ফ্রান্স, সুইডেন, ইতালি, স্পেন, ডেনমার্ক এবং ফিনল্যান্ডের নাগরিকরাও ভিসা ছাড়াই ভিয়েতনামে প্রবেশ করতে পারেন৷ গত অক্টোবর মাসে ভারতীয় এবং তাইল্যান্ড থেকে আসা পর্যটকদের জন্য ভিসা ছাড়া প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল থাইল্যান্ড সরকার৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
কমল ঝঞ্ঝাট, ভিসা ছাড়াই এই দেশে যেতে পারবেন ভারতীয়রা! বেড়াতে যাওয়ার দারুণ সুযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement