Trump Slams Rivals: ‘‘অযোগ্য প্রশাসন দেশ চালাচ্ছে’’, নেতানুয়াহুকে পাশে বসিয়ে কমলা হ্যরিসকে তীব্র সমালোচনা ট্রাম্পের

Last Updated:

Trump Slams Rivals As He Meets Netanyahu in Florida: এই সময় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, ‘‘দুঃখের বিষয়ে অযোগ্য লোকেরা আমাদের দেশ চালনা করছেন৷ আমাদের দল জিতে গেলে আমরা মধ্য এশিয়ার সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করব৷

বেঞ্জামিন নেতানিয়াহু ও স্ত্রী  সারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প (Image: AFP)
বেঞ্জামিন নেতানিয়াহু ও স্ত্রী সারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প (Image: AFP)
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের মরসুমে মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ সেখানে তিনি উষ্ণ আহ্বান পেয়েছেন৷ আর গত কাল, শুক্রবার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প দেখা করলেন নেতানিয়াহুর সঙ্গে৷ সেখানে তিনি আশ্বাস দিয়েছেন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য তিনি ও তাঁর সরকার কাজ করবেন৷
ট্রাম্পকে নেতানিয়াহুর পাশে বসে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের তীব্র সমালোচনা করেন৷ সেখানে তিনি কমলা হ্যারিসকে বাইডেনের থেকেও খারাপ প্রশাসক হিসেবে উল্লেখ করেন৷
advertisement
এই সময় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, ‘‘দুঃখের বিষয়ে অযোগ্য লোকেরা আমাদের দেশ চালনা করছেন৷ আমাদের দল জিতে গেলে আমরা মধ্য এশিয়ার সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করব৷
advertisement
তিনি প্রচারঅভিযানের পর, এক বৈঠকে বিবৃতি দিয়ে বলেন, ‘‘আমাদের সরকার ক্ষমতকায় এলে মধ্যপ্রাচ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব৷’’ কয়েকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিরোধী কার্যকলাপ প্রকাশ পেয়েছে৷ তাও বন্ধ করবেন বলে কথা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷
advertisement
প্রসঙ্গত, গাজার উপর ঘটে চলা নৃশংসতাকে, শিশু মৃত্যুর ঘটনাকে ‘আর মানবেন না’ বলে মন্তব্য করেন, কমলা হ্যারিস৷ গাজার সঙ্গে ইজরায়েলের শান্তি চুক্তি প্রতিষ্ঠার সপক্ষেও কথা বলেন হ্যারিস৷
এখন নেতানিয়াহুর মার্কিন সফর ও সে দেশের নির্বাচনের ফলাফলের উপর গাজা-ইজরায়েলের যুদ্ধ আদৌ নতুন কোনও মোড় নেয় কি না তাই দেখার৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Trump Slams Rivals: ‘‘অযোগ্য প্রশাসন দেশ চালাচ্ছে’’, নেতানুয়াহুকে পাশে বসিয়ে কমলা হ্যরিসকে তীব্র সমালোচনা ট্রাম্পের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement