Trump Slams Rivals: ‘‘অযোগ্য প্রশাসন দেশ চালাচ্ছে’’, নেতানুয়াহুকে পাশে বসিয়ে কমলা হ্যরিসকে তীব্র সমালোচনা ট্রাম্পের
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Trump Slams Rivals As He Meets Netanyahu in Florida: এই সময় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, ‘‘দুঃখের বিষয়ে অযোগ্য লোকেরা আমাদের দেশ চালনা করছেন৷ আমাদের দল জিতে গেলে আমরা মধ্য এশিয়ার সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করব৷
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের মরসুমে মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ সেখানে তিনি উষ্ণ আহ্বান পেয়েছেন৷ আর গত কাল, শুক্রবার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প দেখা করলেন নেতানিয়াহুর সঙ্গে৷ সেখানে তিনি আশ্বাস দিয়েছেন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য তিনি ও তাঁর সরকার কাজ করবেন৷
ট্রাম্পকে নেতানিয়াহুর পাশে বসে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের তীব্র সমালোচনা করেন৷ সেখানে তিনি কমলা হ্যারিসকে বাইডেনের থেকেও খারাপ প্রশাসক হিসেবে উল্লেখ করেন৷
advertisement
এই সময় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, ‘‘দুঃখের বিষয়ে অযোগ্য লোকেরা আমাদের দেশ চালনা করছেন৷ আমাদের দল জিতে গেলে আমরা মধ্য এশিয়ার সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করব৷
advertisement
তিনি প্রচারঅভিযানের পর, এক বৈঠকে বিবৃতি দিয়ে বলেন, ‘‘আমাদের সরকার ক্ষমতকায় এলে মধ্যপ্রাচ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব৷’’ কয়েকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিরোধী কার্যকলাপ প্রকাশ পেয়েছে৷ তাও বন্ধ করবেন বলে কথা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷
advertisement
প্রসঙ্গত, গাজার উপর ঘটে চলা নৃশংসতাকে, শিশু মৃত্যুর ঘটনাকে ‘আর মানবেন না’ বলে মন্তব্য করেন, কমলা হ্যারিস৷ গাজার সঙ্গে ইজরায়েলের শান্তি চুক্তি প্রতিষ্ঠার সপক্ষেও কথা বলেন হ্যারিস৷
এখন নেতানিয়াহুর মার্কিন সফর ও সে দেশের নির্বাচনের ফলাফলের উপর গাজা-ইজরায়েলের যুদ্ধ আদৌ নতুন কোনও মোড় নেয় কি না তাই দেখার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2024 1:54 PM IST