Gaza Suffering: গাজায় শিশু মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক, যুদ্ধ শেষ হওয়া উচিত! নেতনিয়াহুর সঙ্গে বৈঠকের পর বললেন কমলা হ্যারিস
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Gaza Suffering: হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি মন্তব্য করেছেন, আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দিদের মুক্তি নিয়ে ভাবছি, তেমনই গাজায় ঘটে চলা সংঘর্ষ বন্ধ করাও আমাদের লক্ষ্য৷
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ওয়াশিংটনে হামাসের হাতে বন্দি থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মুক্তি প্রসঙ্গে বৈঠক করেন৷ সেখানে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয়েছে।
হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি মন্তব্য করেছেন, আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দিদের মুক্তি নিয়ে ভাবছি, তেমনই গাজায় ঘটে চলা সংঘর্ষ বন্ধ করাও আমাদের লক্ষ্য৷
advertisement
VP: What has happened in Gaza over the past nine months is devastating. The images of dead children and desperate hungry people fleeing for safety sometimes displaced for the second, third, or fourth time. We cannot look away in the face of these tragedies pic.twitter.com/SOlgMaOJAf
— Acyn (@Acyn) July 25, 2024
advertisement
তিনি আরও বলেন, ‘‘আমি হামাসের হাতে বন্দি থাকা পরিবারের সঙ্গে একাধিকবার দেখা করেছি৷ আশ্বাস দিয়েছি তাঁরা একা নয়৷ আমি সব সময় তাঁদের পাশে আছি৷ আমি এবং আমাদের প্রেসিডেন্ট জন বাইডেন, আমরা সব রকম চেষ্টা করছি ওদের কোনওভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার৷’’
advertisement
এরই সঙ্গে তিনি গাজার নিরীহ মানুষদের সম্বন্ধে চিন্তা ব্যক্ত করলেন৷ সেখানে ইজরায়েল-হামাসের যুদ্ধে সেখানকার মৃত শিশুদের হৃদয়বিদারক দৃশ্য তাঁকে কষ্ট দিয়েছে, ‘‘ওখানের অবস্থা খুবই হৃদয়বিদারক৷ ওখানে প্রচুর নিরীহ ব্যক্তি মারা যাচ্ছে৷ প্রায় ২ মিলিয়নের মতো মানুষ ওখানে খাবার জলের অভাবে কষ্ট পাচ্ছেন৷
তিনি আরও বলেন, যে কোনও ধরনের ঘৃণা, হিংসাকে পশ্রয় দেওয়া উচিত নয়৷ আমাদের উচিত গাজায় শান্তি ফেরানোর উপরও নজর দেওয়া৷ আমি যে কোনও ধরনের হিংসা ও ঘৃণার বিরুদ্ধে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 8:46 PM IST