Pakistan Ran Like a Scared Dog Against India: 'ভারতের বিরুদ্ধে ভয় পাওয়া কুকুরের মতো পালিয়েছে পাকিস্তান', অপারেশন সিন্দুর নিয়ে বিষ্ফোরক মন্তব্য পেন্টাগনের প্রাক্তন কর্তার

Last Updated:

Pakistan Ran Like a Scared Dog Against India: পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিন জানিয়েছেন, অপারেশন সিন্দূরের পর পাকিস্তান যুদ্ধবিরতির জন্য ভীত কুকুরের মতো দৌড়ে পালিয়েছে। তিনি আরও অনেক কিছু জানিয়েছেন, বিস্তারিত পড়ুন...

'ভারতের বিরুদ্ধে ভয় পাওয়া কুকুরের মতো পালিয়েছে পাকিস্তান', অপারেশন সিন্দুর নিয়ে বিষ্ফোরক মন্তব্য পেন্টাগনের প্রাক্তন কর্তার
'ভারতের বিরুদ্ধে ভয় পাওয়া কুকুরের মতো পালিয়েছে পাকিস্তান', অপারেশন সিন্দুর নিয়ে বিষ্ফোরক মন্তব্য পেন্টাগনের প্রাক্তন কর্তার
ভার্জিনিয়া: পহেলগাঁওতে নির্বিচারে সাধারণ মানুষকে মুন করেছিল জঙ্গিরা৷ বদলার মঞ্চে ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে সন্ত্রাসবাদীদের উপর পাল্টা আক্রমণ চালায় ভারত৷ বিষয়টা নিয়ে মুখ খোলেন প্রাক্তন পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন৷ তিনি মন্তব্য করেছেন, পাকিস্তান ভয় পাওয়া কুকুরের মতো লেজ গুটিয়ে যুদ্ধ থেকে পালিয়েছে।
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রুবিন বলেন, ভারত অত্যন্ত নিখুঁতভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ার বিষয়টাও থামিয়ে দিয়েছে। তাঁর মতে, পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরিভাবে পরাজিত হয়েছে এবং এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। গোটা বিশ্বই সেটা জানে৷
advertisement
advertisement
রুবিন বলেন, “পাকিস্তান যখন পাল্টা প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করেছিল, ভারত তাদের প্রতিক্রিয়াকে স্তব্ধ করে দিয়েছিল এবং পরবর্তীতে পাকিস্তান ফের হামলা চালাতে গেলে ভারত তাদের এয়ারফিল্ডগুলোকেও অকেজো করে দেয়। পাকিস্তান তখন যুদ্ধবিরতির চেষ্টা করতে করতে দৌড়ে পালিয়েছে ভীত কুকুরের মতো।”
তিনি আরও বলেন, “আসলে, পাকিস্তানের সেনাবাহিনী এতটা খারাপভাবে হেরেছে, যে তার কোনো ব্যাখ্যা তারা দিতে পারবে না। এখন আসল প্রশ্ন হল, পাকিস্তান এরপর কী করবে।”
advertisement
রুবিন পাকিস্তানের সেনাবাহিনীকেই দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন৷ তিনি ব্যাখ্যা করেছেন, “সেনাবাহিনী পাকিস্তানি সমাজের এক ক্যান্সার এবং সেইসঙ্গে তারা চূড়ান্ত অদক্ষ। এখন প্রশ্ন হচ্ছে, (পাক সেনাপ্রধান) আসিম মুনির তাঁর পদে টিকে থাকবেন কি না। পাকিস্তানের সেনা জেনারেলদের অহংকারই কি দেশের ভবিষ্যত ধ্বংস করবে?”
advertisement
ভারতের হামলা কতটা সফল ছিল তা নিয়ে প্রশ্ন করা হলে, রুবিন বলেন, “ভারত এই লড়াইয়ে কূটনৈতিক এবং সামরিক – দুই দিক থেকেই জিতেছে। কূটনৈতিকভাবে ভারত জিতেছে কারণ এখন সমস্ত নজর পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতদানের দিকে ঘুরে গিয়েছে।”
তিনি বলেন, “যে পাকিস্তানি সেনা অফিসাররা সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে উপস্থিত হয়েছিল, তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদী আর ISI বা পাক সেনার মধ্যে কোনও পার্থক্য নেই।”
advertisement
রুবিন আরও বলেন, “পাকিস্তানের নিজের সমাজ থেকে পচা উপাদানগুলোকে সরাতে হবে। কূটনৈতিকভাবে ভারত আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে এবং সামরিকভাবে পাকিস্তান হতবাক হয়ে গেছে।”
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করে। এরপর ৭ মে ভারত ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলিতে আক্রমণ করে। এই অভিযানে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের মতো সংগঠনের ১০০-এর বেশি জঙ্গি মারা যায়।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Ran Like a Scared Dog Against India: 'ভারতের বিরুদ্ধে ভয় পাওয়া কুকুরের মতো পালিয়েছে পাকিস্তান', অপারেশন সিন্দুর নিয়ে বিষ্ফোরক মন্তব্য পেন্টাগনের প্রাক্তন কর্তার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement