Donald Trump on Apple in India: 'ভারতে কোম্পানি গড়তে চাই না!' Apple সিইওকে 'বিশেষ' বার্তা ডোনাল্ড ট্রাম্পের...

Last Updated:

Donald Trump on Apple in India: মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলের CEO টিম কুককে স্পষ্টভাবে জানান, তিনি ভারতে কোনও উৎপাদন চান না। ট্রাম্পের দাবি, ভারত উচ্চ শুল্ক আরোপকারী দেশ এবং নিজেদের দেখভাল করতে পারে...

'ভারতে কোম্পানি গড়তে চাই না!' Apple সিইওকে 'বিশেষ' বার্তা ডোনাল্ড ট্রাম্পের...
'ভারতে কোম্পানি গড়তে চাই না!' Apple সিইওকে 'বিশেষ' বার্তা ডোনাল্ড ট্রাম্পের...
দোহা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Apple-এর CEO টিম কুককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি চান না অ্যাপল ভারতে কোনো কারখানা তৈরি করুক। তিনি বলেন, “ভারত নিজেদের ব্যাপারে নিজেরাই খেয়াল রাখতে পারে।”
দোহায় এক ব্যবসায়িক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “টিম কুক আমার বন্ধু, আমি তাকে খুব ভালোভাবে চিনি। তুমি ৫০০ বিলিয়ন ডলার নিয়ে আসছ, কিন্তু এখন শুনছি তুমি সারা ভারতে কারখানা গড়ছ। আমি সেটা চাই না। তুমি চাইলে ভারতকে সাহায্য করতে পারো, কিন্তু আমি চাই না তুমি ভারতে তৈরি করো। ভারত বিশ্বের সবচেয়ে বেশি ট্যারিফ (শুল্ক) নেওয়া দেশের মধ্যে একটি, ফলে ওখানে পণ্য বিক্রি করা খুব কঠিন।”
advertisement
advertisement
তিনি আরও দাবি করেন, ভারত ওয়াশিংটন ডিসিকে একটি প্রস্তাব দিয়েছে যাতে বলা হয়েছে আমেরিকার পণ্যে কোনো শুল্ক নেওয়া হবে না। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখনও এমন কিছু ঘোষণা করা হয়নি। ট্রাম্প বলেন, “ওরা আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যাতে আমেরিকার পণ্যে কার্যত কোনো শুল্ক নেওয়া হবে না। আমি বললাম টিম, আমরা তো তোমাদের খুব ভালোভাবে দেখছি, চীনে তোমাদের এতগুলো প্লান্টের ব্যাপারটাও মেনে নিয়েছি। কিন্তু ভারতে নয়, ওটা ওরা নিজেরা সামলাক।”
advertisement
ট্রাম্প আরও বলেন, Apple এখন মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে চলেছে। অ্যাপল যখন চীনের ওপর নির্ভরতা কমিয়ে ভারতে উৎপাদন সম্প্রসারণ করতে চাইছে, তখন ট্রাম্পের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।
সম্প্রতি AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে টিম কুক বলেছিলেন, ভবিষ্যতে আমেরিকায় বিক্রি হওয়া অধিকাংশ আইফোনই ভারতে তৈরি হবে।
advertisement
বর্তমানে অ্যাপলের ভারতে তিনটি প্লান্ট রয়েছে—দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। এর মধ্যে একটি পরিচালনা করে ফক্সকন এবং বাকি দুটি পরিচালনা করে টাটা গ্রুপ। আরও দুটি প্লান্ট তৈরি হচ্ছে।
গত অর্থবর্ষে (মার্চে শেষ হওয়া) অ্যাপল ভারতে ২২ বিলিয়ন ডলারের আইফোন তৈরি করেছে, যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump on Apple in India: 'ভারতে কোম্পানি গড়তে চাই না!' Apple সিইওকে 'বিশেষ' বার্তা ডোনাল্ড ট্রাম্পের...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement