Pakistan New Missile: আমেরিকায় গিয়েও আঘাত হানতে পারবে, চিনের সাহায্যে মহাঅস্ত্র তৈরি করছে পাকিস্তান! চটবেন ট্রাম্প?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিনের সাহায্য নিয়েই এই আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির চেষ্টায় রয়েছে পাকিস্তান৷
অপারেশন সিঁদুরে ভারতের আক্রমণে বিধ্বস্ত হওয়ার পরে নিজেদের অস্ত্র ভাণ্ডার আরও শক্তিশালী করতে মরিয়া পাকিস্তান৷ ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, এবার পাকিস্তান এমন একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করার চেষ্টা করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও আঘাত হানতে সক্ষম হবে৷ চিনের সাহায্যেই পাকিস্তান এই মিসাইল তৈরির চেষ্টা করছে বলে খবর৷
যে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির চেষ্টা করছে পাকিস্তান, সেগুলির ভিতরে প্রথাগত অস্ত্র ছাডা়ও পারমাণবিক অস্ত্র ভরা থাকতে পারে৷ ৫৫০০ কিলোমিটার দূরের নিশানাতেও আঘাত করতে সক্ষম হয় এই ধরনের মিসাইল৷
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান যদি শেষ পর্যন্ত এই আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলে তাহলে পাকিস্তানকে নিজেদের জন্য বিপজ্জনক বলেই ঘোষণা করে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই মুহূর্তে রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়াকে এই তালিকায় রেখেছে আমেরিকা৷
advertisement
advertisement
সূত্রের খবর, চিনের সাহায্য নিয়েই এই আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির চেষ্টায় রয়েছে পাকিস্তান৷ ১৯৭০-এর দশকের শুরুর দিকে প্রথম বার পাকিস্তান পারমাণবিক প্রকল্প শুরু করে৷ ১৯৯৮ সালে প্রথমবার পরমাণু অস্ত্র পরীক্ষা করে তারা৷
অপারেশন সিঁদুরে ভারতের সামরিক শক্তির সামনে কার্যত দিশেহারা লেগেছে পাকিস্তানকে৷ ভারত যে নিজেদের ক্ষেপনাস্ত্র ভাণ্ডারকে শক্তিশালী করতে এবং নতুন ক্ষেপনাস্ত্র নির্মাণে বিপুল বিনিয়োগ করেছে, তাও স্পষ্ট হয়ে গিয়েছে৷ এবার তাই ভারতের সঙ্গে পাল্লা দিতেই মরিয়া হয়ে উঠেছে ইসলামাবাদ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 8:52 PM IST