পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে শূন্যে গুলি ! মৃত্যু শিশু-সহ ৩ জনের, আহতের সংখ্যা ৬০-এর বেশি

Last Updated:

Pakistan Independence Day Shooting: পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ সূত্রে খবর, অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা ৬০-এর বেশি বলে জানা গিয়েছে ৷

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে শূন্যে গুলি ! (Photo: AP)
পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে শূন্যে গুলি ! (Photo: AP)
করাচি: আজ, বৃহস্পতিবার ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ৷ আর সেই উদযাপনেই ঘটল বিপত্তি ৷ শূন্যে এলোপাথাড়ি গুলি ছোড়ার সময় ঘটল বিপদ ৷ পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ সূত্রে খবর, অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে একজন শিশুও রয়েছে ৷ আহতের সংখ্যা ৬০-এর বেশি বলে জানা গিয়েছে ৷
স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সেজে উঠেছিল করাচির বিভিন্ন জায়গা। সকলেই নিজেদের মতো করে দিন পালনের পরিকল্পনা করেছেন। রাতে পরিবারের সঙ্গে সেই উদ্‌যাপন দেখতে বেরিয়েছিল  আট বছরের এক শিশু। আচমকাই গুলি লেগে লুটিয়ে পড়ে রাস্তাতেই।
advertisement
Photo: AP
advertisement
Photo: AP
রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ডাক্তাররা পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। করাচির কোরাঙ্গি এলাকাতেও একই কারণে এক যুবকের মৃত্যু হয়েছে।
advertisement
Photo: AP
Photo: AP
কী করে এমন ঘটনা ঘটে গেল, তা নিয়ে করাচি পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই ঘটনার নেপথ্যে জড়িত, তাঁদের খোঁজ চলছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের ধরা হচ্ছে। এখনও পর্যন্ত ২০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে শূন্যে গুলি ! মৃত্যু শিশু-সহ ৩ জনের, আহতের সংখ্যা ৬০-এর বেশি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement