দেব আনন্দের সঙ্গে ‘লিভ টুগেদার’ করতেন বলে দাবি করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী অনিতা আয়ুব ! নিজেদের সম্পর্ক নিয়ে অকপটে যা বলেছিলেন নায়িকা…
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Anita Ayoob Claimed She 'Lived Together' With Dev Anand: ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত দেব আনন্দ পরিচালিত ‘প্যায়ার কা তারানা’-ই ছিল অভিনেত্রীর প্রথম বড় বলিউডি ছবি। তবে দুর্ধর্ষ ডেবিউ হওয়া সত্ত্বেও অনিতা আয়ুবের কেরিয়ারে এসেছিল প্রচুর উত্থান-পতন।
নব্বইয়ের দশকে কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অনিতা আয়ুব। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত দেব আনন্দ পরিচালিত ‘প্যায়ার কা তারানা’-ই ছিল অভিনেত্রীর প্রথম বড় বলিউডি ছবি। তবে দুর্ধর্ষ ডেবিউ হওয়া সত্ত্বেও অনিতা আয়ুবের কেরিয়ারে এসেছিল প্রচুর উত্থান-পতন। এরপর ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাংস্টার’ ছবির জন্য আবারও দেব আনন্দের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছিলেন তিনি। আর বারবার দেব আনন্দের সঙ্গে কাজ করার ফলে বহু জল্পনার জন্ম দিয়েছিল। এমনকী এ-ও গুজব ছড়িয়ে পড়ে যে, দেব আনন্দ এবং অনিতা আয়ুব একে অপরকে ডেট করছেন।
advertisement
advertisement
advertisement
অনিতা আয়ুব আরও বলে চলেন যে, “ডেনমার্কে আমরা চার সপ্তাহ একসঙ্গে ছিলাম। উনি চার তলায় থাকতেন আর আমি তিন তলায় থাকতাম। আর আপনারা বুঝতেই পারছেন, যখন একসঙ্গে এভাবে থাকা হয়, তখন প্রত্যেক দিন সকালে দেখাও হবে আর গোটা দিনটাই একসঙ্গেই প্রায় কেটে যাবে। ফলে একে অপরের সবটাই আপনাআপনি জানা হয়ে যায়। তাঁকে একজন পুরুষ বন্ধু, একজন মা, একজন বাবা এবং একজন দাদা হিসেবে - সব কিছু হিসেবে গ্রহণ করে আমার কোনও সমস্যা হয়নি।”
advertisement
advertisement
শুধু নিজেই সাফল্য অর্জন করেননি, সেই সঙ্গে তাঁর ছত্রচ্ছায়ায় বহু অভিনেতা-অভিনেত্রীর কেরিয়ারও গড়ে উঠেছে। ১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির জন্য পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন দেব আনন্দ। এই ব্লকবাস্টার ছবির হাত ধরে কেরিয়ার গড়ে উঠেছিল অভিনেত্রী জিনাত আমনের। শুধু জিনাতেরই নয়, তাঁর পাশাপাশি ওয়াহিদা রহমান, জ্যাকি শ্রফ, টাবু এবং কল্পনা কার্তিকের মতো অভিনেতা-অভিনেত্রীদেরও কেরিয়ার গড়তে সাহায্য করেছেন এই সুপারস্টার। শুধু তা-ই নয়, গুরু দত্ত এবং রাজ খোসলার মতো পরিচালকরা তাঁর আশীর্বাদেই কেরিয়ার শুরু করতে পেরেছিলেন।