বিপুল ঋণ-ধুঁকছে কোষাগার, পাকিস্তানকে বাঁচাতে ৬০০ কোটি মার্কিন ডলার সাহায্য IMF-এর
Last Updated:
এই নিয়ে আইএমএফ-এর থেকে ২২ বার আর্থিক সাহায্য পাচ্ছে পাকিস্তান৷ পাকিস্তানের অর্থনীতি এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে, ঋণ চোকাতে পারছে না৷ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন৷
#ইসলামাবাদ: ঋণের ভারে খাবি খাচ্ছে অর্থনীতি৷ অর্থ সমস্যা মেটাতে হিমশিম খাচ্ছে সরকার৷ এ হেন অবস্থায় পাকিস্তানকে ৬০০ কোটি মার্কিন ডলার বেল-আউট দিচ্ছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF)৷ দীর্ঘ দিন ধরেই আইএমএফ-এর থেকে টাকা চাইছে ইসলামাবাদ৷ একাধিক বৈঠকের পর রবিবার ইসলামাবাদের সঙ্গে আইএমএফ-এর ৬০০ কোটি মার্কিন ডলারের বেল-আউট চুক্তি হয়েছে৷
এই নিয়ে আইএমএফ-এর থেকে ২২ বার আর্থিক সাহায্য পাচ্ছে পাকিস্তান৷ পাকিস্তানের অর্থনীতি এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে, ঋণ চোকাতে পারছে না৷ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন৷ মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া৷ এই অবস্থায় আইএমএফ-এর কাছে হাত পাতা ছাড়া অন্য উপায় নেই পাকিস্তানের৷
IMF-এর প্রতিনিধিদলের প্রধান রেমিরেজ রিগোর কথায়, 'পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করা ও ভারসাম্যের আর্থিক বৃদ্ধিই এই চুক্তির মূল উদ্দেশ্য৷ পাকিস্তানে ব্যবসার পরিবেশ তৈরি করা, সরকারি কাজে স্বচ্ছতা আনা, সামাজিক খাতে ব্যয় বাড়ানোর মতো কার্যকলাপগুলিকে সুনিশ্চিত করা দরকার৷'
advertisement
advertisement
পাকিস্তানের অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ জানিয়েছেন, আগামী ৩ বছরে পাকিস্তানকে বিভিন্ন ধাপে ৬০০ কোটি মা্কিন ডলার দেবে আইএমএফ৷ আইএমএফ ছাড়াও বিশ্বব্যাঙ্ক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে ২০০ থেকে ৩০০ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা আগামী ৩ বছরে পাবে পাকিস্তান৷
বছরে নানা বকেয়া মেটাতে পাক সরকার প্রবল ধুঁকছে৷ ১২০০ কোটি মার্কিন ডলারের গ্যাপ চলছে৷ সেই গ্যাপ পূরণ করতেই আর্থিক সাহায্য চায় পাকিস্তান৷
advertisement
আরও ভিডিও: ‘পাকিস্তান যদি একটা পরমাণু হামলা করতে চায়, ভারত ২০টা বোমায় শেষ করবে আমাদের’: মুশারফ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2019 9:35 AM IST