হোম /খবর /বিদেশ /
গ্যাস মাস্ক পরে পাতাল রেল স্টেশনে দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলি! গুরুতর আহত ১৩

New York Subway Shooting: গ্যাস মাস্ক পরে পাতাল রেল স্টেশনে দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলি! গুরুতর আহত ১৩

Shoot Out in New York: সন্দেহভাজনের পরণে ছিল একটি গ্যাস মাস্ক এবং কমলা রঙের কনস্ট্রাকশন ভেস্ট।

  • Last Updated :
  • Share this:

New York Subway Shooting: নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে একাধিক ব্যক্তিকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি! সানসেট পার্কের ৩৬ তম স্ট্রিট স্টেশনে ব্যাপক ধোঁয়া দেখা গিয়েছে, মঙ্গলবার সকালে এমনইটাই খবর পায় শহরের দমকল বিভাগ। বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, একাধিক মানুষকে গুলি করা হয়েছে এবং বিস্ফোরণের ডিভাইসগুলিও ঘটনাস্থলেই পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, প্রাথমিক তথ্যে ইঙ্গিত মিলেছে যে সন্দেহভাজনের পরণে ছিল একটি গ্যাস মাস্ক এবং কমলা রঙের কনস্ট্রাকশন ভেস্ট।

আরও পড়ুন- "জম্মু কাশ্মীর ইস্যুর নিষ্পত্তি" চান নতুন পাক প্রধানমন্ত্রী! ট্যুইট মোদিকে

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ১৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে বিস্ফোরণ না ঘটা অবস্থায় বিস্ফোরক প্রাথমিকভাবে পাওয়া গেলেও “এই মুহূর্তে আর কোনও সক্রিয় বিস্ফোরক ডিভাইস নেই” বলেই সিটি পুলিশ ট্যুইটে জানিয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, যে রক্তাক্ত অবস্থায় স্টেশনের মেঝেতে লুটিয়ে রয়েছেন যাত্রীরা। সাবওয়ের কর্মীরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

নিউইয়র্ক সিটির দমকল বিভাগ এখনও বিস্ফোরক ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত জানায়নি। বিভাগ সূত্রে খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ ধোঁয়া দেখা দেওয়ায় একটি জরুরি ফোন পান তাঁরা। এই ভয়াবহ ঘটনার পরে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ ট্যুইট করে ব্রুকলিনের ৩৬ তম স্ট্রিট এবং চতুর্থ অ্যাভিনিউ এলাকা এড়িয়ে যেতে অনুরোধ করেছে স্থানীয়দের।

সাবওয়েগুলির পরিচালনার দায়ইত্বে থাকা মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি জানিয়েছে, ঘটনাটির তদন্ত করছে তারাও৷

আরও পড়ুন- হাসপাতালে হাহাকার! শ্রীলঙ্কায় নেই জীবনদায়ী ওষুধ, বন্ধ হয়ে যাচ্ছে অস্ত্রোপচারও

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি জানিয়েছেন, গুলি চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। “@POTUS-কে নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে গুলি চালানো সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনে যে কোনও সহযোগিতার জন্য মেয়র অ্যাডামস এবং পুলিশ কমিশনার সিওয়েলের সঙ্গে যোগাযোগ করছেন,” ট্যুইটে লিখেছেন জেন সাকি।

অন্যদিকে, নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট ট্যুইটে ‘ভয়াবহ’ গুলি চালানোর ঘটনায় ‘অত্যন্ত বিরক্তি’ প্রকাশ করেছে।

Published by:Madhurima Dutta
First published:

Tags: New York ShootOut